![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
হ্যাঁ, আপনার যাবতীয় সওয়াব আরেক জনকে দিয়ে দেয়া হতে পারে। অবাক হওয়ার কিছু নেই।
খুব খেয়াল করে দেখুন আপনি কখনো কারো টাকা মেরে দিয়েছিলেন কিনা অথবা যে কারো জায়গা জমি অন্যায়ভাবে নিজের করে ফেলেছেন কিনা? কারো হক্ক আপনি আটকে রেখেছেন কিনা? ঘুষ খেয়েছেন কিনা? জীবনের শিখরে উঠার জন্য যাদেরকে ঠকিয়েছেন তারাই আপনার সকল সওয়াব
নিয়ে যাবে। হয়তো অসংখ্য পূণ্য করেছেন আপনি। রোজ কিয়ামতের দিন আপনার হিসাবের খাতা খুললে দেখা গেল কোন সওয়াব তো নেই-ই উপরি অন্যের গুনাহ্ দিয়ে ভর্তি আপনার ডিপোজিট খাতা। চরম সংকটময় সময়ে
যদি এই অবস্হা হয় আপনার তাহলে কেমন লাগবে?
জ্বী অন্যকে এভাবে প্রতারিত করে, ঠকে, মেরে দুনিয়াতে ধনী থাকলেও মৃত্যুর পর যে দূর্দশা হবে সেই কথা মাত্র ১ সেকেন্ড ভাবুন।
সকলের পাওনা কেয়ামতের ময়দানে আপনার সওয়াব দিয়েই পরিশোধ করে দেয়া হবে আর আপনার সওয়াব দিয়ে পাওনা পরিশোধ করা না গেলে আর ১টি রাস্তাই খোলা থাকে সেটি হচ্ছে পাওনাদারের সকল গুনাহ আপনাকে দিয়ে দেয়া হবে। যেখানে অসংখ্য সওয়াবের জন্য আপনার বেহেশত পাওয়ার কথা সেখানে আপনি উল্টো রওয়ানা দিবেন ভয়ন্করতম দোজখের দিকে। আফসোস!!!
তাই মৃত্যুর আগেই যার যার পাওনা মিটিয়ে দিন। সময় কিন্তু আর নাও পেতে পারেন।
মৃত্যু কিন্তু আপনার গা ঘেঁষেই চলছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
হরিণা-১৯৭১ বলেছেন: মরে গেলে মানুষ মাটির সাথে মিশে যাবে, সেখানেই শেষ।