নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসিতে আমার কান্না ঝরে...

andharrat@জিমেইলডটকম

আন্ধার রাত

একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।

আন্ধার রাত › বিস্তারিত পোস্টঃ

রাজকীয় রোগ, গরীবিও মানুষ!

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯



বাড়ীতে রাতে অনেক দেরীতে ঘুমাতাম, প্রায় ১/২টায়। সকালে উঠতাম ৭/৮টায়। কিন্তু ৫দিন ধরে শোয়ে পড়তে হচ্ছে রাত ১০টার আগেই। অনেক শক্ত বিছানা, অতৃপ্তিকর খানা, অপরিচিত পরিবেশ, সবকিছুতে অসুবিধা মাখানো অবস্থা---- ঘুম আসতেই চায়না। রুম থেকে ছুটে বের হয়ে বাড়ীতে চলে যেতে ইচ্ছে করে। কিন্তু অদৃশ্য দড়ীতে বাঁধা---- থাকতে হবে বেশ কিছুদিন। কিন্তু পারবো কি? বাড়ীতে রেখে এসেছি এক বস্তা সমস্যা।

একজন মানুষ কষ্ট আর সমস্যার লোড কত পরিমাণ নিতে পারে জানিনা তবে আমি বোধহয় সেই লিমিট বেশ আগেই পার করে এসেছি। আমার লোড নেয়ার ক্ষমতা বেশি বলেই হয়তো এখনো টিকে আছি।
একটু সুস্থ্য থাকার জন্য, একটু ভাল থাকার জন্য কত না খরচ আর কত না বিড়ম্বনা----তা বলে শেষ করা যাবেনা।

”হিমোফিলিয়া” একটি ভয়স্কর রোগের ছোট্ট এবং রাজকীয় নাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.