![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
বলছিলাম ২০১৪ সালের কথা। যদিও বলার মত তেমন কথা নেই তবুও অন্য ১০০ জন আম-জনতার মত আমার দিন-রাত কাটেনি।
সবাই যে যার পজিশনে অবস্হান করে জীবন চালিয়ে নিয়েছেন, কিন্তু আমি এই ২০১৪ তে যে কোন পজিশনে ছিলাম তা বছরের ৪ দিন বাকী থাকতেও বুঝে উঠতে পারছিনা। শরীরের জটিল প্যাঁচে পড়ে দ্বীন-দুনিয়া কোনদিকে যাচ্ছে তা বুঝার সেন্স মাটি চাপা (আসলে কষ্ট চাপা) পড়ে গিয়েছিল অনেক আগেই। প্রচন্ড এবং ভয়ন্করতম ব্যথা বাস্তবিকই হিতাহিত জ্ঞানকে লোপ পাইয়ে দেয়। আমি এতো বড়, এতো বুঝদার সব কিছুই নস্যি কষ্টের কাছে। শারীরিক কষ্ট থেকে কিভাবে রেহাই পাবো সেটাই ছিল (এখনও আছে )জীবনের একমাত্র ধ্যান আর সাধনা। একদিকে কষ্টের ছটফটানি অন্যদিকে ব্যয়বহুল চিকিৎসার খরচ ( কোথায় পাবো এত টাকা) ভাবনায় মানসিক কষ্টটাও উছলে উঠে। বার বার সেটা মাথার ভেতরে আঘাত করে সমুদ্রের ঢেউ এর মতন এসে জানান দিয়ে যায়।
শরীরের সবকিছুই আছে, নেই শুধু রক্তের একটি উপাদান সেটা "ফ্যাক্টর ৮" । শুধু এই ১টি মাত্র উপাদানের জন্য জীবনের মোড় অধঃমুখী হয়ে গেল।
খুব ভয়ে ভয়ে আছি আসছে ২০১৫ আবার নতুন কোন কষ্ট নিয়ে আসে কিনা!
©somewhere in net ltd.