![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভোর হবে নতুন সূর্য্য চারিদিকে জ্বলমল করে আলো ছড়াবে হেসে উঠবে আমার পৃথিবী। সব পাখি মিষ্টি স্বরে গান গেয়ে উঠবে, চারিদিকে ছড়াবে আনন্দের দ্যূতি। সেই দিনের অপেক্ষায় আমি।
অনেক মাস পার হয়ে গেছে এখানে আসা হয়না আর সেজন্য কোন পোস্টও দেয়া হয়না। কয়েকদিন থেকে ভাবছিলাম বছর শেষ হওয়ার আগে অন্তত নিম্নমানের হলেও একটা পোস্ট দেব। তাই আজকের এই ছোট পোস্ট, অবশ্য এটাকে কেউ কেউ এটাকে পোস্ট হিসাবে গন্য নাও করতে পারেন। না করলে নাই
জীবন একভাবে যায়না, কত যুদ্ধ আর দূর্গম যাত্রার মাধ্যমে পার করতে হয়। সব যুদ্ধে জেতাও যায়না আর সব রাস্তা নিরাপদও হয়না। এরপরও নিরন্তর চলা। বেঁচে থাকলে চলতে হবে।
সবাইকে শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
আন্ধার রাত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: শুভ নববর্ষ।। ভাল আর আনন্দে থাকুন, এই কামনায়।।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
আন্ধার রাত বলেছেন: ভাল থাকুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে।