![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠগোলাপ (Frangipani) নামে কোন ফুল আছে, তুমি না থাকলে হয়ত জানতামই না।
google করে কাঠ-গোলাপের ছবি দেখলাম
তারপর তোমার ছবি। তুমি দেখতে অনেক-টা তোমার প্রিয় ফুলের মতই।
আমার প্রচন্দ অস্থির লাগছে, হলুদ পাঞ্জাবী পরে খালি পায়ে আমার কারো সাথে দু-হাত ভোরে কাঠগোলাপ কুড়াতে ইচ্ছা করছে।
আচ্ছা!!!!! জোনাকি তোমার কি কখনোই অসহ্য লাগে না। তোমার কি সব ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে না????
২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
অংক সায়াদাৎ বলেছেন: google করে কাঠ গোলাপের গাছ দেখলাম, সত্যি গাছ টাও দেখতে সুন্দর।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় একজন ছন্নছাড়া মানুষের মনের আকুতি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এ লেখায়। তাই পোস্টে প্রথম ভাল লাগা রেখে গেলাম। + +
সাদা মনের মানুষ এর মন্তব্যটা না পড়লে কাঠ গোলাপের গাছ কে যেন কখনো সেরকম ভাবে দেখাই হতোনা আমার। তাই তাকেও ধন্যবাদ জানাচ্ছি এ সুন্দর পর্যবেক্ষণের জন্য।
ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কাঠ গোলাপ থেকে কাঠ গোলাপের গাছ আমার কাছে বেশী ভালো লাগে।