নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া।

অংক সায়াদাৎ

ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক , আর কেউ পড়ে থাকুক বুকে নিয়ে ব্যাকুল আগুন।

অংক সায়াদাৎ › বিস্তারিত পোস্টঃ

তুমি দেখতেই জানো না অপ্সরী।

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৫



যদিও আমার হার্টের কোন সমস্যা নাই। তবুও বুকের বা-পাশে মাঝে মাঝে প্রচণ্ড ব্যাথা করে,
মনে হয় খুব অবহেলায় পাঁজরের হাড় গুলো হ্যাংগার থেকে কাপড় খুলে নেবার মতো করে একে একে খুলে নিয়ে যাচ্ছে কেউ ।
বিশাল আকাশের নিচে নীল সমুদ্রে পথভ্রষ্ট হতাশ দিশেহারা নাবিকের মতো তোমার একটা প্রশ্নই মাইগ্রেন হয়ে ঘুরপাক খেতে থাকে মাথার ভিতর বার বার।
তুমি কতোটা আবগের নিয়েই না বলতে.. ''এই তোমার চোখ এতো লাল থাকে কেন??? "
তুমি দেখতেই জানো না অপ্সরী, শুধু শুধু
কেনইবা চোখটার দিকে তাকাও! হৃৎপিণ্ডের কতোটা গভীরে তোমাকে রাখা আছে যদি পারো তো সেই পথে যাও।
হ্যা!!!! আমি জানি তো, আমার হার্টে কোন সমস্যা নেই। তবুও ব্যাথার তীব্রতায় আমার দম বন্ধ হয়ে আসতে থাকে তারপরও আমি পাত্তাই দিতে চাইনা এর কোন কিছুই। আমি সিগারেট ধরিয়ে আস্তে আস্তে ঝাপসা হয়ে যেতে থাকা তোমার মায়া ভরা ছবিটার দিকে তাকিয়ে থাকি আর নির্ঘুম রাতটা আমার চোখ লাল করে দিতে থাকে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা, গভীর সমুদ্র হৃদয় গহীনে

ভালো লাগলো কথার গাঁথুনি

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে যেনে ভালো লাগলো।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫০

স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো লেখা!!

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সময় করে আপনার লেখা পরবো। কথা দিচ্ছি।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: বাহ !!

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আপনার কমেন্ট দেখলে আরও লেখার সাহস বেড়ে যায়

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

সনেট কবি বলেছেন: বেশ

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: দারুন

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

আবু হাসান লাবলু বলেছেন: অল্প কথায় গভীর প্রেমের বহিঃপ্রকাশ। বাহ বেশ হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অংক সায়াদাৎ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। দোয়া রাখবেন আরও যেন ভালো এবং বড় বড় করে লিখতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.