নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়া।

অংক সায়াদাৎ

ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক , আর কেউ পড়ে থাকুক বুকে নিয়ে ব্যাকুল আগুন।

অংক সায়াদাৎ › বিস্তারিত পোস্টঃ

আরও একটা নির্ঘুম রাত

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৪


তোমার ফেসবুকের এর ছবি গুলোতে মাঝে মাঝে এখনোও মাঝ রাতে পথ হারিয়ে ফেলি। আর তোমার মায়া ভরা চোখের কালোয় হারিয়ে যায় আমার আরও একটা নির্ঘুম রাত। গতকাল তোমার শাড়ি পড়া নতুন ছবি দেখলাম।
তুমি শাড়ি পড়লে তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। মনে হয় সামনে কোন ডানা কাটা পরী দাড়িয়ে আছে।
আমার তোমার চুল গুলো এলোমেলো করে দিতে ইচ্ছা করে, আমার ইচ্ছে করে তোমার মুখটা দু হাতের মুঠোয় নিয়ে
তোমার চোখের দিকে তাকিয়ে থাকি।

এই লিভটুগেদার এর যুগে আমি তোমাকে ভালবাসার কথা বলতে চাই না।
ভালবাসা সেতো কবেই দুই রুম এর চমৎকার একটা ফ্লাট হয়ে গেছে,
আমি চাইলেই হয়ত এমন ডজন খানেক ভাল বাসা কিনে ফেলতে পারবো।
তবে হঠাৎ কোন এক বিষণ্ণ সন্ধ্যায় আমি এক মগ কফি নিয়ে তোমার মায়া ভরা
চোখের দিকে তাকিয়ে বলতে পারবনা-তুমি এত লক্ষী ক্যান রে? তোমাকে যে আমার বেশী দরকার....
আচ্ছা,তুমি কি কোনদিন জানবে না ছেলেটি সারাজীবন তার প্রিয় মানুষের মায়াভরা চাহনির গভীরে ডুবে থাকতে চেয়েছিল।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫

রাজীব নুর বলেছেন: আহা----

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

অংক সায়াদাৎ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.