![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগর রুনির হত্যার এই ডে’ কাউন্টার স্বম্বলিত স্টিকি পোস্টটি চোখে পরলেই আমরা যে কত ক্লান্ত সেটাই মনে পড়ে যায়। আমি নিশ্চিত এই ডে’ কাউন্টারটি এখন সামু ব্লগের মডুদের গলায় কাটা হয়ে ঠেকেছে। দৃষ্টিকটু দেখাবে বলে না পারছেন সরিয়ে নিতে...... হয়ত তাঁরা ভেবেছিলেন এই প্রতিবাদ হয়ত কোন দিন আন্দোলনে রুপ নেবে আর সাগর রুনি হত্যার বিচারে প্রশাসন বাধ্য হবে। কিন্তু মুডুদের চেয়ে দেশের প্রশাসন আরেক কাঠি সরেস, আমাদেরকে হাড়ে হাড়ে চেনেন তাঁরা। তাঁরা ঠিকই বুঝতে পেরেছেন যে কিবরিয়া হত্যা, ইলিয়াস গুম্, আরও শত শত এমন ঘটনা আর দুর্ঘটনার মত আমরা কিছুদিন পরই ভুলে যাব এই হত্যা কাণ্ড। হয়েছেও তাই। সাগর-রুনি কে নিয়ে লেখা ব্লগ কমতে কমতে এখন প্রায় শুন্যের কোঠায়। সাংবাদিক সংগঠন গুলোও কান্ত হয়ে যে যার বাড়ী ফিরে গেছেন বোধ করি, খুব একটা আর রাস্তায় দেখা যায় না তাদের। নিউজ চ্যানেল গুলোও আর এই পুরন বিষয় নিয়ে এয়ার টাইম নষ্ট করতে নারাজ। কত সহজেই না ক্লান্ত হয়ে যাই আমরা। মাঝে মাঝে ভাবি, মুক্তিযুদ্ধটা আর কিছু দিন দীর্ঘায়িত হলেই হয়তো আমাদের আর জয় পাওয়া হতো না। হয়ত আমরা পরাজয়কে নিয়তি হিসেবে মেনে নিয়ে যে যার ঘরে ফিরে যেতাম। একই কারনে আমরা হয়তো টেষ্ট ক্রিকেটেও জিততে পারি না, টেনাসিটি নেই। শুনেছি, পলাশির প্রান্তরে যুদ্ধ দেখতে নাকি সেদিন হাজার হাজার বাঙ্গালি জড়ো হয়েছিল। কিন্তু মীরজাফর মীরজাফরি করায় সত্যিকার অর্থে কোন যুদ্ধ না করেই ইংরেজদের কাছে আমারা হেরেছি। ব্যর্থ মনোরথে নাকি সেদিন যুদ্ধ দেখতে আসা “বাঙ্গালিরা” ঘরে ফিরে গিয়েছিল কোন যুদ্ধ দেখা হল না বলে। সেদিন যদি ওই অল্প ক’টা ইংরেজ সৈন্যের উপর বাঙ্গালিরা একটা করে ঢিলও ছুড়তো তাহলে আজ ইতিহাস অন্য রকম হত। কিন্তু কেউ সেটা করেনি!
দুর্ভাগ্য সাগর-রুনির, ওদের কোন রাজনৈতিক এলাইনমেন্ট নেই। থাকলে হয়ত আশ্বাস থাকতো যে, ওদের এতিম হয়ে যাওয়া ছেলেটি (মেঘ) অন্তত ৩৫ বছর পর হলেও এর বিচার করবে বা প্রতিশোধ নেবে। মেঘের বাবা-মা আর্মিতেও ছিলেন না, যে হত্যার প্রতিশোধ নিতে ওদের কলিগ্রা বন্দুক নিয়ে বেরিয়ে পরবে বা ধরে এনে অপরাধীদের কোর্ট মার্শাল করবে। তাই আসুন, আমার মত শর্ট টার্ম মেমোরি সম্পন্ন আর হতোদ্যম মানুষদের জন্য যেটা মানায়, সেটাই করিঃ
১। –সাগর- রুনির বিচার চাওয়া এই স্টিকি পোস্টটি সরিয়ে ফেলে ওদের মুক্তি দেই (আর আমারও লজ্জার হাত থেকে বাঁচি)। - কারন হয়ত এই স্টিকি পোস্টটি সামু ব্লগকে অনন্ত কাল বয়ে বেরাতে হতে পারে!
২। - কবর থেকে উঠিয়ে ওদের আর অপমান না করি।
৩। -টেস্ট ক্রিকেট খেলা থেকে বিরত থাকি, শুধু অল্পেতেই সাফল্য আসে তেমন খেলাই খেলি।
৪। - ভবিষ্যতে এমন যুদ্ধে অবতীর্ন হওয়ার ঝুঁকি না নিই, যে যুদ্ধ দীর্ঘ দিন চলার সম্ভাবনা রয়েছে।
৫। -এমন স্টিকি পোস্ট না দিই, যেটা আজীবন কপালে লেগে থাকার সম্ভাবনা রয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্। সত্যিই দুঃখজনক।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হীরা ৪৪ বলেছেন: পোস্ট টি সরিয়ে ফেলা উচিত হবে না, আমাদের রুগ্ন সমাজ এর ধসে পড়া বিচার ব্যাবস্থা র একটা নিদর্শন। কেউ অস্বীকার করতে পারবে না কেউ না। কারো আমলেই আমরা ভালো ছিলাম না। না বিম্পি , না আমালিগ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
এ্যাংগরী বার্ড বলেছেন: মেটাফরিক অর্থে পোস্টটি সরিয়ে ফেলতে বলেছি, আক্ষরিক অর্থে নয়। এই পোস্ট টি আমাদের কিছু না করতে পারার লজ্জাটা মনে করিয়ে দেয়।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ইয়ার শরীফ বলেছেন: আমরা যে কত ক্লান্ত সেটাই মনে পড়ে যায় ***
আমি ক্লান্ত আমরা সবাই ক্লান্ত
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
এ্যাংগরী বার্ড বলেছেন: ক্লান্ত আমরা, খুব তাড়াতাড়িই ক্লান্তি পেয়ে বসে আমাদের সব কিছুতে।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
শার্লক বলেছেন: প্রতিবাদের মতো প্রতিবাদ করলে কিছু একটা হইত। ব্লগ লিখে, মানব বন্ধন করে প্রতিবাদ করে কিছু হইছে কোনদিন? লাঠি, পেট্রোল নিয়ে নামেন, জ্বালাও পোড়াও করেন তাইলে যদি কিছু হয়।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এ্যাংগরী বার্ড বলেছেন: জ্বালাও পোড়াও না করলে কিছু হয় না, কেউ কথা শুনে না সেটাও কি দুঃখ জনক নয় ?
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: সত্যিই খুব কষ্টের । আমরাও ক্রমেই বোধ শক্তিহীন হয়ে যাচ্ছি ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
এ্যাংগরী বার্ড বলেছেন: ভেজান খেতে খেতে বোধকরি অনুভূতি গুলোও ভেজাল হয়ে গেছে আমাদের।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
ভিয়েনাস বলেছেন: আমরা তো ভুলেই গেছি। এসবে আমরা অভ্যস্ত হয়ে গেছি খুব বেশি হলে এক সপ্তাহ মনে রাখি
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
এ্যাংগরী বার্ড বলেছেন: 'ফিফটি, ফার্ষ্ট ডেট্"' মুভিটি দেখেছেন? আমাদের অবস্থা সে রকমই বলতে পারেন।
ধন্যবাদ ভিয়েনাস ।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
সজিব তৌহিদ বলেছেন: সময় এবং প্রসঙ্গিগ লেখা । ধন্যবাদ আপনাকে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
এ্যাংগরী বার্ড বলেছেন: লেখা প্রাসঙ্গিক হলেও আমিও সবার মতই একজন আর তাই আমিও সমান গিল্টি।
ধন্যবাদ সজিব ভাই।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
দুরন্ত-পথিক বলেছেন: ৪৮ ঘন্টা-জনগণের সাথে একটা মজা করেছিল সরকার,আমরাই বুঝিনি।তবুও চাই এটার একটা সুরাহা হোক
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
এ্যাংগরী বার্ড বলেছেন: আপনি - আমি, আমরা সবাই চাই। এখন শুধু চাওয়াতেই কিছু হচ্ছে না। হয়ত চাওয়ার ধরন পাল্টাবার সময় এখন।
ধন্যবাদ পথিক ভাই।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
দিবা স্বপ্ন বলেছেন: সাগর রুনি প্রায় ভুলে যাওয়া এক কাব্য। ওদের হত্যার বিচার হয়তো আর কখনোই হবে না। মেঘের জন্য একটাই প্রার্থনা। যে ভয়ংকর স্মৃতি ওর মনের ভিতরে আছে তা যেন ভুলে যেতে পারে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
এ্যাংগরী বার্ড বলেছেন: মেঘ হয়ত ভুলে যাব, কিন্তু আমাদেরকে এই ঘটনা হন্ট করবে অনেক দিন।
ধন্যবাদ দিবা স্বপ্ন ভাই।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আমরা অনেক অলস একটা জাতি , এটা তো অনেক আগেই প্রমানিত
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এ্যাংগরী বার্ড বলেছেন: ক্লান্ত ক্লান্ত আমরা সবাই, অনেক অনেক কান্ত.।.।.।.।.।
ধন্যবাদ আপনাকেও রাজকন্যা(মৃত)।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
সচেতন প্রহরী বলেছেন: ৪৮ ঘন্টাকি এখনো শেষ হয়নি ? জানতে ইচ্ছে করে তাদের ঘন্টা কত মিনিটে হয় ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
এ্যাংগরী বার্ড বলেছেন: জবাবাদিহি করতে কেউ বাধ্য নয়।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
আমিনুর রহমান বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
এ্যাংগরী বার্ড বলেছেন:
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: bad dn na vai sagor runir bichar diye ki hybo!!!!!!
asen ek2 whisky nia pete diye ghumai pori..skale abr office ase,
megh thakuk doremon nia.bap maa na thakleo problem nai..
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
মনসুর-উল-হাকিম বলেছেন: ইতিহাস ভুলে যাওয়ায় বাংগালীরা চ্যাম্পিয়ন জাতি . . . !!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
এ্যাংগরী বার্ড বলেছেন: সহমত
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
দোদূল্যমান বলেছেন: সাগর-রুনির মৃত্যুর পরে সাগর-রুনির মা, ভাই ও মেঘ ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্পতির পরিবার,বিশেষ করে মেঘকে উদ্দেশ্য করে বলেছিলেন:“আমি জানি স্বজন হারানার কি বেদনা। আমিও মেঘের মত বাবা-মাসহ পুরো পরিবার হারিয়েছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, ”মেঘের উন্নত জীবন গড়তে যা যা দরবার হবে-তিনি তা করবেন।” মেঘের পরিবার থেকে শুরু করে দেশবাসী কষ্টের পাহাড় বুকে নিয়েও সান্ত্বনা পেয়েছিল শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হয়েছে মনে করে। খবরে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও প্রধানমন্ত্রী কিংবা তার কার্যালয়ের কোনো কর্মকর্তা একদিনের জন্য ফোন করেও মেঘের কোনো খরব নেয় নি। রুনির মা আক্ষেপ করে বলেছেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে কত কর্মকর্তা একজনও তো এলো না”।
খবরটি পড়ে মন খারাপ হয়ে যায়। রাজনীতিকরা দেশবাসীর সাথে ওয়াদা করে ভুলে যান, এটি অনেক দিনের পুরনো অভ্যাস। কিন্তু একজন অবুঝ শিশুকে দেয়া ওয়াদা পূরণে প্রধানমন্ত্রীর এই ব্যর্থতা দেশবাসী ভালোভাবে নেবে কিনা সন্দেহ! প্রধানমন্ত্রী তার নিজের পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের কথা, স্বজন হারানোর বেদনার কথা বলে মেঘ ও তার পরিবারকে সান্ত্বনা দিলেও তার রাজনৈতিক হৃদয় মেঘের বাবা-মা হারানোকে স্পর্শ করতে পারে নি। যদি পারতো তবে অবুঝ ও অসহায় মেঘকে দেয়া ওয়াদা তিনি পূরণ করতেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
এ্যাংগরী বার্ড বলেছেন: শুধু মেঘ নয়, সব দলের রাজনীতিকরাই আমাদের মেঘের মত অবুঝ শিশু ভাবে। আমরা আসলেও তাই। প্রমিস না রাখা যেমন আমাদের একটি "গুন" আবার খুব সহজেই সবকিছু ভুলে যাওয়াও আমাদের আরেকটি "গুন"।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
বেলা শেষে বলেছেন: Samus they do not talk to much, but very powerful, basically in "Hightech"- and we have to Show that we do not understanding anything.!!!
২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
এ্যাংগরী বার্ড বলেছেন: ঠিক বুঝতে পারিনি কি বলতে চেয়েছেন। তবুও ধন্যবাদ এতদিন পর পোস্টটি পড়ার জন্য। ভাল থাকুন।
১৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪০
বৃষ্টিধারা বলেছেন: ভুলেই গেছি
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
এ্যাংগরী বার্ড বলেছেন: সত্যিই ভুলে গেছি। আপনার রিপ্লাই লিখতে হোম পেজএ যেতে হল আজ কত দিন হল দেখার জন। ৭৫১তম দিন!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সািকল খান বলেছেন: সাগর–রুনি !! not remember, can remember only 48 hours!!