![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব বাচ্চুর প্রতিভা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তাঁর অনেক গানই আমার খুব প্রিয়। তবে তাঁর দম্ভ মাঝে মাঝেই তাঁর গায়ক হিসেবে সুনামকে প্রশ্নবিদ্ধ করে। আইসিসি সেলিব্রেশন কন্সার্টে মাইলসের গান গাওয়া নিয়ে তিনি যে ‘পলিটিক্স’ করেছেন সেটাই এর সাম্প্রতিক উদাহরণ।
আইসিসি সেলিব্রেশন কন্সার্টে দায়সারা ভাবে তিনি বেসুরে কিছু গান পরিবেশন করলেন। মনে হচ্ছিলো তিনি নিজের জনপ্রিয় গান গুলোকে নিজেই হত্যা করছেন। তবে পরিবেশনা শেষে তাঁর “হঠাৎ’ বাংলা প্রীতিটা চোখে লাগল। গান শেষে নেমে যাওয়ার আগে তাঁকে বলতে শুনলাম – “থ্যাঙ্ক গড্” আপনারা কষ্ট করে বাংলা গান শুনতে এসেছেন। “লাভ্ ইউ, বাই "- তাঁর বাংলা ভাষার চর্চা আর প্রীতিটা যে ভান্ডামী ছিল তা বেশ ভালই বুঝা গেল।
বাচ্চুর ক্যারিয়ার শুরু হয়েছে বিভিন্ন হোটেল আর অনুষ্ঠানে ইংরেজী গান পরিবেশন করে। তাঁর ব্যান্ডটির নাম ‘এল আর বি’ – বাংলা কোন নাম নয়। আর সেটিও কপি করা নাম। ১৯৭৫ সালে গঠিত ‘Little River Band বা LRB’ নামের একটি অস্ট্রেলিয়ান ইংলিশ রক্ ব্যান্ডের অনুকরণে নিজের ব্যান্ডের নামকরণ। তাঁর মুখে বাংলা ভাষা প্রীতি আর স্বকীয়তার বুলি বেনান লাগে।
আইয়ুব বাচ্চুর ফেসবুক পেজে নিজের লেখা ‘বামবা’ থেকে সদস্যপদ প্রত্যাহারের চিঠিটি পড়লাম। সেটিও ইংরেজীতে লেখা, যা কিনা একজন বাংলা ভাষার দরদীর চিঠি হিসেবে বাংলায় হতে পারত। লজ্জাজনক বিষয় হচ্ছে চিঠিতে বেশ কিছু হাস্যকর গ্রামার ভুল আর ত্রুটিপুর্ন শব্দচয়ন প্রকট ভাবে চোখে পড়ে, যে সব ভুল আজকাল ক্লাশ সেভেন এর বাচ্চারাও করে না। এমন একটি চিঠি পাবলিক করার আগে একজন জনপ্রিয় গায়কের উচিত ছিল কাউকে দিয়ে প্রুফ রিডিং করিয়ে নেয়া। সদস্য সচিবকে লেখা চিঠির/আবেদন পত্রের শেষে তিনি (বোধ করি স্রোতাদে উদ্যেশ্যে) লিখেছেন ‘see you all somewhere around the world’ যা চিঠির বক্ত্যব্যের সাথে মোটেও সামঞ্জস্যপুর্ন নয়। যা স্পষ্টতই প্রমান করে এটা একটা পাবলিশিটি স্টান্ট্ ছাড়া আর কিছুই নয়।
দেশের একজন শীর্ষ আর জনপ্রিয় গায়কের কাছ থেকে আমারা এসব সস্তা ভুল আর সেন্টিমেন্ট আশা করি না। আরও আশা করি তিনি তাঁর আচার-আচরনে দাম্ভিক না হয়ে আরও বিনয়ী আর ‘পিপলস ম্যান’ হবেন।
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭
এ্যাংগরী বার্ড বলেছেন: আমার মত অনেক স্রোতাই বাচ্চুর এই কাণ্ডে মর্মাহত। এমনটা আশা করিনি।
ধন্যবাদ সুমাইয়া।
২| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৫
ঢাকাবাসী বলেছেন: দাম্ভিকদের কেউ পছন্দ করেনা।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬
এ্যাংগরী বার্ড বলেছেন: হয়ত।
৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাম্ভিকদের পরাজিত হতেই হয়!!
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
এ্যাংগরী বার্ড বলেছেন: বাচ্চুর পরাজয় আমাদেরও পরাজয়।
৪| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০০
টেকনিসিয়ান বলেছেন: আইসিসি সেলিব্রেশন কন্সার্টে দায়সারা ভাবে তিনি বেসুরে কিছু গান পরিবেশন করলেন। মনে হচ্ছিলো তিনি নিজের জনপ্রিয় গান গুলোকে নিজেই হত্যা করছেন।
-- সহমত।
---- আর তখনই আমি রাগে গজ গজ করতে করতে টিভি'র সামনে থেকে প্রস্থান করি। মনে হয় কয়েক মাস আগের শারীরিক অসুস্থতা থেকে তিনি এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। যদি এমনই হয় তাহলে রিস্ক নিয়ে গান পরিবেশন করতে যাওয়াটা উনার বোকামী।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
এ্যাংগরী বার্ড বলেছেন: বাচ্চুর গানে আমি সত্যিই হতাশ হয়েছি সেদিন।
ধন্যবাদ টেকনিসিয়া
৫| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: তবে একটা বিষয় কি যাই হোক তিনি কিন্তু বাংলার জন্যই করেছেন এইটুকু। মুক্তি যুদ্ধে চুর ও যদি দেশকে ভাল বেসে যুদ্ধ করেন তাইলে কি তার মুক্তি প্রান কুলুষিত হবে!
ইংরেজিতে তিনি গাইছেন বলে কি জাতিয়তা বোধটুকু তার থাকতে পারে না।
আজকালত দেখছি হিন্দি প্রেমের নমুনা!
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৩
এ্যাংগরী বার্ড বলেছেন: বাচ্চুর জাতিয়তাবোধ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তিনি যা করেছেন তা জাতীয়তাবোধ থেকে করেননি, সেটা তার দম্ভের প্রকাশ। ব্যাঙ্গাত্বক কথা না বলে, তিনি এ আর রহমানের চেয়ে আরও ভাল পারফর্ম করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করতে পারতেন। তা না করে তিনি কিছু সাব- স্ট্যান্ডার্ড গান পারফর্ম করলেন। শুধু মানে নয়, মনেও যে তিনি ছোট সেটাই প্রমান করলেন।
ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
৬| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২
রাখালছেলে বলেছেন: ব্যাপারটা অপমানজনক । দেশী শিল্পীদের যেভাবে হেনস্থা করা হল তাতে মনে হয়েছিল, এটা ভারতে কোন খেলা হচ্ছে । আর তাতে কিছু অখ্যাত ব্যান্ড প্রথমে গান গেয়ে তাদের পাবলিসিটি করল ।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
এ্যাংগরী বার্ড বলেছেন: তাঁকে গান গাইতেতো কেউ বাধ্য করেনি। তিনি না আসলেই পারতেন, তাতে আমি বাচ্চুকে সাধুবাদ দিতাম। তা না করে, তিনি মাইলসকে বাদ দেয়ার জন্য পলিটিক্স করেছেন।
ধন্যবাদ রাখাল।
৭| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৯
রাখালছেলে বলেছেন: বাদ দেয়া কথাটা যুক্তিগতভাবে ভুল । কারন মাইলস টাইমলি আসতে পারেনি । মাইলসই প্রথম গান গাইবার কথা ছিল । কিন্তু তারা জ্যামের কারনে আসতে দেরি করায় "গ্রে" বাধ্য হয় আবার বলছি বাধ্য হয়ে এল আর বি কে স্টেজে ওঠায় । এখানে ইগো সমস্যা প্রধান হয় দাড়ায়।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬
এ্যাংগরী বার্ড বলেছেন: সেটাই বলছি। জাতীয়তাবোধ বা দেশপ্রেম নয়, বরং ইগো পলিটিক্সটাই প্রধান ছিল।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৫
সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: বাহ্ সুন্দর বলেছেন। দাম্ভিকরা পরাজিত হয় প্রায়ই!!
ধন্যবাদ।