নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ! অনীক মাহমুদ

অনীক মাহমুদ

আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !

অনীক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আবারও অপেক্ষা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২



মাঝে মাঝে সময় বলে যে একটু সময় তোমার ও হোক !
তবে তাও একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে ! সময় টা কখনই আমার জন্য ছিল না, দেখিয়েছে, বুঝিয়েওছে যে আমি তোমার, তবে তা শুধু ভ্রুম ছাড়া আর কিছুই না।
সময় টাকে যখন কাজে লাগানোর দরকার তখন পরিস্থিতি মুখ ঘুরিয়ে নেয়। সময়ের তখন কথা, আমি তো সময় দিয়েইছি। আবার দৌড় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য, কারন পরিস্থিতি না বুঝে তো আর সময়ের ব্যবহার করা যায় না। পরিস্থিতির তখন নানান অজুহাত।
আসলে এমন টাই হয়, মানুষের জীবন টা অপেক্ষার উপর নির্ভর করতে করতে চলে যায়, কখন ও সময়ের, কখন ও পরিস্থিতির, আবার কখনও যদি এই দুই দিকের মুখ এক হয় তখন কিছু পাওয়ার অপেক্ষা।
আমি আজ বুঝতে পারছি সময় এবং পরিস্থিতি কোনটাই আমার সাথে নেই। তাই সেই অপেক্ষাই আমার জন্য শ্রেয় !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

সিপন মিয়া বলেছেন: আমিও সেই অপেক্ষাতেই আছি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

অনীক মাহমুদ বলেছেন: :)

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৩

রুদ্র জাহেদ বলেছেন: আমাদের অপেক্ষার অবসান ঘটুক।ভালো থাকুন :)

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

অনীক মাহমুদ বলেছেন: :) জ্বী ! অবসান ঘটুক ! আপনিও ভালো থাকুন ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.