![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !
বৃষ্টি বিলাসী কন্যা,
অনুভুবি মন
ক্ষন মিলবে, চতুস্কোন।
ভেজা পদক্ষেপ, কাদা মাখা পদতল
শিহরণী চারিদিক, ভালবাসা দেবে ক্ষন। (২-০২-১৫)
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
অনীক মাহমুদ বলেছেন: নিলয় ভাইয়ের কথাগুলো আসলে আমি বুঝলাম না :/
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
nirjoyণ বলেছেন: বুঝেই নেও
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
শায়মা বলেছেন: সুন্দর!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
অনীক মাহমুদ বলেছেন: ধন্যবাদ শায়মা
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
অনীক মাহমুদ বলেছেন:
৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কাব্য+
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
অনীক মাহমুদ বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
nirjoyণ বলেছেন: খুব প্রয়োজন একটা চাকরি,,,, যাতে করে আমার
পরিবারের সবার মুখে দুবেলা ভাত তুলে দিতে
পারি, এবং পড়ালেখা চালিয়ে যেতে পারি,,,, আমি খুব
খুব গরিব ঘরের ছেলে,,, মা অসুস্ত, কিন্তু টাকার
জন্য ডাক্তার তো দুরের কথা দোকান থেকে
ঔষদ ও কিনে খাববেতে পারছি না,,, টাকার জন্য,,,
আমার ছোট ভাইটা এইবার jsc xm দিবে কিন্তু টাকার
জন্য এখনও ফরম পিলাফ হয়নি,,, আমি কি করবো,,,
এইজে এখন খাবার নেই তাই না খেয়ে শুয়ে
আছি,,,,,,,,,,,,,,,,, ফেইস বুক চালাই কাকার মোবাইল
দিয়ে,,,, উনি যা পারেন সাহায্যে করেন কিন্তু উনি
তেমন বড়ো লোক না,,,, তাই চাকরি দরকার,,,
তাহলে আমার পড়ালেখা বনধ হয়ে যাবে আর না
খেয়ে মরবো,,,,
ssc, hsc,,, and now BBS পড়তেছি,,,, sub:::
accounting,,,, ,