![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !
একটি বিশ্বস্ত বন্ধুর দরকার, যাকে বলব "মানুষ" তবে সে তা নয়,
আলতো করে আদর করে ছিড়বো বুকটা ! দু'হাত দিয়ে দেখে শুনে পাশ কাটাবো পাজর কলিজা, বেরিয়ে আসবে _
ধব ধবানো, ধকধকানো শনির মায়া "হৃদয়খানা" । ভয় ... মনে সংশয়... বন্ধুর সাথে ভালোবাসাও তো হয়।
বাসবো না ভালো আর শুধু একটি বন্ধুর-ই দরকার। তাই ছিড়ে নিলাম হৃদয়, আবেগ যাতে কাজ না করে ভালোবাসার তরে, আমার বিদায়ে।
একটি বিশ্বস্ত বন্ধুর দরকার,
একটি হৃদয় ছাড়া বন্ধুর দরকার।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
অনীক মাহমুদ বলেছেন: মৃত মানুষকে আবার খুন করা যায় কি ?? ঐ পদ্ধতি তবে আমার জানা নেই। হলে না হয় আর একবার খুন হলাম !
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: তাহলে তো বন্ধু আসবে না......
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
অনীক মাহমুদ বলেছেন: আসবে আসবে ভাই আসবে !
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
শায়মা বলেছেন: হা হা

হৃদয়হীন বন্ধু কিন্তু তোমাকেও খুন করেও ফেলতে পারে ভাইয়া।