![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !
আচ্ছা ! এমন হলে কেমন হয় বলো তো??
- কেমন হয় ??
ধরো আমি তোমার কেনা গোলাম !
- ধরলাম
ঝপ করে আমার হাতটিও ধরোনা !
- ওমা আবার হাতও ধরা লাগবে ??
কেন লজ্জা পাচ্ছো বোধ হয় ??
- নে ধরলাম !
সারাদিন ধরে আমি তোমার সাথে থাকবো, তোমাকে ......
- ঢপ !
কি ??
- ঘুম পেলো বললাম ! আচ্ছা সিনেমা কি আজ-কাল বেশি দেখছিস রে ??
কেন ?
- না এতো ঢপ কোথা থেকে শিখলি রে ??
আমার ভালোবাসা তোমার ঢপ মনে হচ্ছে ?
- আবার ??
কি আবার ??
- মনে রাখবি আমি তোর ২ বছরের বড় !
কি ?? আবার দু”বছরের খোটা?? ভালোবাসা বয়স দেখে হয় না ......... ব্লা... ব্লা... ব্লা ...
- ধুর তুই কর তোর ঘেঙ্গর ঘেঙ্গর ... আমি গেলুম !
©somewhere in net ltd.