![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন। আমার সঙ্গী বলতে ঐ এক নীরবতা। নিরসঙ্গ থাকতে ভাল লাগে। ভালো লাগে একা নীরব রাস্তায় হাটতে, যেখানে প্রতি কদম কদম নীরব গল্পের সৃষ্টি। ভালো লাগে কিছু অতীত গল্প কল্পনায় এনে তার মেরামত করতে। আমিই এমনই একা, নীরব, নিরসঙ্গ !
জুতাটা ছিড়ে গিয়েছে। ঠিক ১১ টায় অফিসে পৌছাতে হবে, নয় তো আজ হাজিরা খাতায় উঠে যাবে অনুপস্থিত। সামনেই মুচির অবস্থান তবুও জুতাটা ঠিক করাবার সাহস হচ্ছে না কারন পকেটে টাকা মাত্র ৭ টা।
অবস্থান বাংলামোটর গন্তব্য মতিঝিল।
কন্ট্রাকদার কে বলে কয়ে ৫ টা দিয়ে যেতে পারা যায় তবে ২ টাকায় তো আর জুতা শিলাই করা যাবে না !
প্রচন্ড রোদ মাথা থেকে ঘাম ঝরছে, ঘাম পরার শব্দটা কিছুক্ষন খুব মনযোগ দিয়ে শুনলাম হঠাৎ ই মনে হল বিশাল এক ফোটা পানি বিশাল কোন পাতিলে পরছে যার শব্দটা অনেকটা ধীরও গতির।
ছেড়া জুতা, বেখেয়ালি ঘড়ির কাটা, পকেটে মাত্র ২ টাকা, এবং ঘামের স্রোত ।
©somewhere in net ltd.