নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রক রক

rain over me ..........

রক রক › বিস্তারিত পোস্টঃ

যোগাযোগ মিনিসটার

১২ ই জুন, ২০১৩ রাত ৮:০৭

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন পণ্যের বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেয়া হচ্ছে। তারাও (গাড়িচালক) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।



তিনি আরও কিছু কারণের কথা বলেছেন, যেমনঃ

০১) অনেকে রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইলে কথা বলেন, ফলে গাড়িচাপা পড়েন।

০২) বিত্তবানদের ছোট ছেলেমেয়েরা রাস্তায় গাড়ি চালায়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

০৩) ন্যূনতম ২১ বছর বয়সে গাড়ি চালানোর নিয়ম। কিন্তু আজকাল ১২-১৩ বছরের ছেলেরা সিএনজিচালিত অটোরিকশা চালাচ্ছে।

০৪) অনেক গাড়িচালক ভাই মুখে সিগারেট, এক হাতে মুঠোফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালান। ফলে ভারসাম্য না থাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।



এক চক্ষু দিয়ে দেখা যায়, কিন্তু পুরোটা দেখা যায় না, তাই না? ডান চোখ দিয়ে নাকের বাম পাশে দেখা যায় না, আবার বাম চোখ দিয়ে নাকের ডান পাশে দেখা যায় না, তাই না?



যোগাযোগ মন্ত্রী বিলবোর্ডে সুন্দরী নারীর ছবিতে চালকের দৃষ্টিভ্রমের কথা বলছেন। আপনি তা নিয়ে খুব মজা নিলেন। কেন ভাই? আপনি কি এমন কোন বিলবোর্ডের দিকে তাকান না? বলেন কি? আপনি ডাক্তার দেখান। :D

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

কে এম শিহাব উদ্দিন বলেছেন: যোগাযোগমন্ত্রীকে কেবল মানুষ মনে হয়।
আর সব গরু ছাগল দিয়ে মন্ত্রণালয় ভরা

X( X( X(

২| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

ম্যাংগো পিপল বলেছেন: তাকাতেই পারে, উনিতো আর ড্রাইভিং সিটে থাকেননা।

শুনতে খারাপ লাগলেও কাথাগুলি কিন্তু সত্য।

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৩১

শ্রীঘর বলেছেন: আমেরিকার লাস-ভেগেস এর ড্রাইভারদের তাইলে কি দশা হইব?

৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

Avnv‡PŠ বলেছেন: আর বিলবোর্ড যেগুলো মুভ করে, লাইভ দেখি, তখন দুর্ঘটনা হয় না?

৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:২০

পানকৌড়ি বলেছেন: সত্য কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.