নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বেহুদা পোস্ট

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৮


ফেসবুকে এক শ্রেণির মানুষ পাওয়া যায়, যারা হুদাই বিভিন্ন জায়গায় মন্তব্য করে আর দিনে চৌদ্দবার করে পোস্ট দেয়। একটু ঘাঁটাঘাঁটি করে দেখা যায় এরা বেশিরভাগই কম বয়সী ছেলেমেয়ে। কাজকর্ম নেই। লাইমলাইটে আসতে হুদাই পোস্ট করে। লাইক-কমেন্ট ভিক্ষা করে বেড়ায়। আমি বুঝি না এতে আসলে কী লাভ হয়? টাকা-পয়সা আসে?

ব্লগেও এ শ্রেণির উপস্থিতি আছে। এরা অবশ্য কচিকাঁচা না। বড়সড় মানুষ। এরাও দেখি বেহুদা পোস্ট করে। আর কিছু কিছু মানুষ আর কোথাও না থাকুক; ক্যাচালের পোস্টে এসে হাজিরা দিয়ে যায়।

তবে এটাও ঠিক; এরা কিন্তু পরিবেশ গরম রাখে। টোকাইদের তাও দুই পয়সা দিয়ে আনতে হয় মিটিং-মিছিলে। এরা নিঃস্বার্থভাবে দেশোদ্ধার করে যায়। এসব হাউকাউয়ে পকেটে টাকা-পয়সা না এলেও, ঘরের উনুন না জ্বললেও; এরা যে সবাইকে বিনোদন দিয়ে বেড়ায়- এজন্য বাহবা পেতেই পারে।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: বাঙালি ক্যাচাল প্রিয় জাতি!

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অভ্যাস যায় না মরলে খাসলত যায় না ধুইলে।

২| ০১ লা নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৪

প্রহররাজা বলেছেন: ট্রাম্প আসলে তো শেষ হবে। যুদ্ধ লাগায় কমিউনিস্ট সোশ্যালিস্ট লিবারেল আর সুশীলগুলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.