নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বিচার এখন মানুষের হাতে

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৩


গণপিটুনিতে মৃত্যুর ব্যাপারটা আগেও ছিল, তবে গত এক বছরে সেটা প্রাতিষ্ঠ‍ানিক রূপ নিয়েছে। আওয়ামী লীগ বা তাদের দোসর বলে স্বীকৃতদের গণপিটুনি দেওয়া পুণ্যের কাজ মনে করত বিএনপি, জামায়াত, এনসিপি বা তাদের ঘনিষ্ঠরা। সরকারিভাবেও বলা হয়েছে এগুলো জনরোষ। আদালত প্রাঙ্গণে আসামিকে মারধরকেও জনরোষ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা। মানে অপরাধীকে যেকোনো অবস্থ‍ায় মারা ঠিক আছে। শিক্ষকদের স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর এবং পদত্যাগ করানোও তাদের কাছে উচিত কাজ। এখন তো আসলে হামলা, মামলা আর গ্রেপ্তারেরই সময়।

হৃদয়বিদারক একটা ঘটনা তুলে ধরছি। এ ধরনের ঘটনা ব্লগে আসবে না। কারণ এতে ভিউ কম। তাছাড়া এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়।

গত ৯ আগস্ট (শনিবার) রাতে রংপুরের তারাগঞ্জে মুচি সম্প্রদায়ের রূপলাল তার ভাগ্নি জামাই প্রদীপকে নিয়ে বড় মেয়ে নুপুরের বিয়ের দিনক্ষণ ঠিক করতে যাচ্ছিলেন। তিনি নিজের ভ্যান চালিয়ে আসছিলেন। তখন আল আমিন নামে এক ব্যক্তি প্রথমে ভ্যানটি আটকিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় মেহেদী হাসান নামে এক যুবক সেখানে এসে বস্তার ভেতরে ছোট ছোট বোতলে তাড়ি (দেশি মদ) দেখতে পেয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হইচই শুরু হলে মেহেদী হাসান এই বলে জনতাকে খেপিয়ে তুলতে বলে, ‘এই সব খাইয়ে ওরা ভ্যান ছিনতাই করার চেষ্টা করছিল’। পরবর্তীতে মব তৈরি করে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পাঁচ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি। রূপলাল ও প্রদীপ দাসকে যখন গণপিটুনি দেওয়া হচ্ছিল, খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসার পরও দু’জনই বেঁচে ছিলেন। এমনকি তাদের যখন বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়, তখনও পুলিশ তৎপর হলে তাদের উদ্ধার করে নিয়ে আসতে পারত- ফলে দু’জনই প্রাণে বাঁচতে পারতেন।

ভিডিওতে আরও দেখা যায়, রূপলাল দাস ও প্রদীপ দাসকে যখন আটক করে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে একটি ভ্যানের ওপর বসিয়ে রাখা হয়েছে। চারদিকে কয়েকশ’ মানুষ। পুলিশের চারজন সদস্য ভ্যানটি ঘিরে বাঁশিতে ফুঁ দিচ্ছিলেন এবং হাত তুলে জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ সময় রূপলালকে ভ্যানের ওপর দাঁড়িয়ে সবার কাছে জীবন ভিক্ষা করার জন্য হাতজোড় করতে দেখা যায়। কিন্তু দাঁড়িয়ে থাকতে না পেরে ভ্যানের মধ্যেই তার পরনের খুলে যাওয়া লুঙ্গি ঠিক করতে দেখা যায়। পুলিশ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও মব সৃষ্টি করা মানুষেরা আরও উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি শুরু করলে পুলিশ গণপিটুনিতে গুরুতর আহতদের ফেলে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

পুলিশ দেখল যখন তারা মাত্র চার জন, ঘটনা সামাল দিতে পারছে না। বিষয়টি থানার ওসিকে কল করে জানালে আরও ফোর্স নিয়ে এলে হয়তোবা রূপলাল ও প্রদীপ দাসকে জীবিত উদ্ধার করতে পারত। কারণ পুলিশ আসা, অবস্থান করা ও চলে যাওয়ার এক ঘণ্টা পরও তারা দু’জনই জীবিত ছিলেন।

পুলিশ চলে যাওয়ার পর রূপলাল মাথা তুলতেই কালো গেঞ্জি পরা এক যুবক তাকে ঘুসি মারেন। এতে আবারও লুটিয়ে পড়েন রূপলাল। এরপর ভ্যানের ওপর শোয়া অবস্থায় থাকা দু’জনকে কয়েকজন ব্যক্তি যে যেভাবে পারেন কিল, ঘুসি, লাথি, লাঠি ও রড দিয়ে মারতে থাকে। একপর্যায়ে ভ্যানের ওপর থেকে মাটিতে পড়ে যান প্রদীপ দাস। এ দৃশ্য মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অনেকেই ভিডিও করছিল। প্রদীপ দাস ভ্যান থেকে মাটিতে পড়ে গেলে তাকে অনবরত লাথি মারতে দেখা যায়।

একপর্যায়ে কয়েকজন রূপলাল ও প্রদীপকে রশি, জুতা, গাছের ডাল, ভ্যানের প্যাডেল দিয়ে মারধর করতে থাকে। এ সময় দু’জনই জ্ঞান হারিয়ে গোঙাতে থাকেন। এ সময় মৃত্যু নিশ্চিত করতে হলুদ, কালো, লাল গেঞ্জি পরা ৪-৫ জন রূপলালের পিঠে লাথি মারতে থাকে। হলুদ গেঞ্জি পরা দুই তরুণ দুই পা দিয়ে পিঠ বরাবর একাধিকবার লাথি দিতে থাকে- তারা উল্লাস করতে থাকে। এ সময় হলুদ গেঞ্জি পরা এক তরুণ গাছের ডাল দিয়ে আবারও দু’জনকে মারতে থাকে। ছাই রঙয়ের গেঞ্জি পরা এক যুবক রূপলালের মৃত্যু নিশ্চিত করতে বারবার গলায় পা তুলে দেয়। আশপাশের কয়েকজন তখন বলছিল, ‘পুলিশ পালাইছে’।

পুলিশ বলছে, ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ছিলেন। এর বিপরীতে সেখানে চার জন পুলিশ সদস্য ছিলেন। তারা রূপলাল ও প্রদীপকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু পেছন থেকে যখন পুলিশকে ধাক্কাধাক্কি, ঘুসাঘুসি শুরু হলে তখন তারা জীবনের ভয়ে সরে এসেছেন। পুলিশের করার কিছু ছিল না।

এ ঘটনায় রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৫০০-৭০০ অজ্ঞাতের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমি লিখেছি এটা নিয়ে ; আসলেই ভিউ কম । এখন যদি আসিফ মাহমুদের চাদাবাজি নিয়ে লিখি পাবলিকের মিলনমেলা হবে। মব কি জিনিস সেটার সামনে না পড়লে কেউ বুঝবে না । তখন মনে হয় চোখের সামনে জম কে দেখছে । এগুলো শুধু পলিটিকাল দলের দোষ দিলে হবে না । আমাদের খাসলত বদলাতে হবে । চিলে কান নিয়েছে শুনলেই দোড়ানো যাবে না।

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মব কী জিনিস, সেটা সামনে না পড়লে কেউ বুঝবে না। তখন মনে হয় চোখের সামনে জমকে দেখছে। আমার মনে হয় দেশের মানুষের স্বাভাবিক জ্ঞান লোপ পেয়েছে। ১০০% নিশ্চিত হওয়া সত্ত্বেও তো কাউকে পিটিয়ে মরা ঠিক না। অথচ অন‍ুমানের ওপর ভর করে মেরে ফেলে। ওদের অবস্থ‍া বা পরিবারের কথা না হয় বাদ, এরা একবারও ভাবে না মামলা হবে, মূল অপরাধী ধরা পড়বে? অতি-উৎসাহের কারণে জেল খাটতে হবে?

এগুলো শুধু পলিটিক্যাল দলের দোষ দিলে হবে না। রাজনীতিবিদরা তাদের স্বার্থের কারণে অনৈতিক অনেককিছু করে। কিন্তু সাধারণ মানুষ কেন হুজুগে গিয়ে নিজের ওপর দায় আনে?

২| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

ধুলো মেঘ বলেছেন: পুলিশের দায়িত্বহীনতার এক নির্লজ্জ দৃষ্টান্ত। আন্তরিকতা থাকলে বুদ্ধিমত্তার সাথেই মব থেকে আলাদা করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া যেত।

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুলিশ ভয় পেয়েছে। তবে থানায় তো ফোন করতে পারত ফোর্স পাঠাতে।

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

নতুন মেসাইয়া বলেছেন:



দেশের শতকরা ৮০ জন মানুষ অসত ও ক্রিমিনাল টাইপের; ব্লগে এদের শতকরা হার কত?

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সব জায়গায় একই হার। এই অস‍ৎ ও ক্রিমিনাল টাইপের মানুষেরা নিজেরা ভুক্তভে‍াগী না হলে পরিস্থিতি বুঝবে না। কিন্তু কথা হলো, ৮০-৯০% মানুষ তো একসাথে বাস্তবতা উপলব্ধি করবে না। তাহলে মনে হচ্ছে জাতি ধ্বংস না হওয়া পর্যন্ত কিছু ঠিক হবে না।

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

ঢাবিয়ান বলেছেন: পুলিশকে নিষ্ক্রিয় থাকার অর্ডার দিয়ে রাখা হয়েছে। স্বরাস্ট্র উপদেষ্টা আসল খলনায়ক।

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুলিশকে নিষ্ক্রিয় থাকার অর্ডার দিয়ে রাখা হয়েছে। তা তো আছেই।তাছাড়া ৫ই আগস্ট পরবর্তীতে পুলিশ যে ট্রমার মধ্য দিয়ে গেছে, ওরা বড় কোনো জটলা নিয়ন্ত্রণে গেলে হাজারবার ভাবে।

৫| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@স্বরাস্ট্রতে যে কমিটি আছে সেখানে আসিফ মাহমুদ আছে। তার চাদাবাজির কি খবর ? :)

১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোনো কিছুই ঠিক নেই। অনেকে হয়তো চক্ষুলজ্জায় কিছু বলছে না।

৬| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: পুলিশ ট্রমার মধ্য দিয়ে গেছে, ওরা বড় কোনো জটলা নিয়ন্ত্রণে গেলে হাজারবার ভাবে এই জাতীয় কথাগুলো ইন্টারিমের ভন্ড উপদেষ্টাদের কথা । আপনি আপনার চাকুরিতে যদি দ্বায়িত্ব অবহেলা করেন , তাহলে কি আপনি ট্রমার মাঝে আছেন , এই জাতীয় অজুহাত দিলে আপনার বস আপনাকে রাখবে ? আপনার জায়গায় কি যোগ্যতর কাউকে নিয়ে নেবে না?

১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুলিশ তাই করবে যা সরকার বলে। ওই সময় তাই হয়েছিল। সরকার পতন হওয়ায় তারা ফেসে গেছে। এখন যদি তারা কড়া কিছু করে, বিপদে পড়বে না তার নিশ্চয়তা কী? যে মার ওরা খেল তখন, এত সহজ না স্বাভাবিক হওয়া।

৭| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৫

কামাল১৮ বলেছেন: যেকোন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া দরকার।বিচার হলেই থেমে যাবে।বিচার হীনতা আরো মবকে উত্সাহিত করে।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোনটা রেখে কোনটার বিচার করবে?

৮| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৩৮

বিজন রয় বলেছেন: এদেশে এটার চেয়ে আর কি আশা করেন?

আরো কয়েক বছর পর কি হয় দেখবেন, শুধু দেখবেন।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও অনেকের চোখে পড়ে না। ওরা নাকি ভালো আছে।

৯| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: আমার ধারনা যারা এই অন্যায় গুলো করছে তারা জামাত শিবির। বিএনপিরও কিছু আছে।
তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে।

১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনৈতিক ব্যাপার হলে এক বিষয়। কিন্তু এরা উন্মত্ত জনতা। বিভিন্ন মিছিলে যাদের ভাড়া করে নেওয়া যায় এমন।

১০| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪১

নিমো বলেছেন: এটাই নূতন ফ্যাসিবাদি বাংলাদেশের ভন্ডবস্ত। আওয়ামীলীগ ও হাসিনার পতন কাম্য ছিল, কিন্তু সেই সাথে বাংলাদেশের পাতাল প্রবেশ কাম্য ছিল না। এমনকি জাতীয়তাবাদীরাও নৃত্য করছে না, যতটা করছে জা-শি ও ছ্যাঁচড়া পার্টি এবং তাদের নির্লজ্জ দোসরগুলো।

১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী বিরোধিতার নামে দেশটাকেই ধ্বংস করে দিয়েছে এরা।

১১| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৮

ক্লোন রাফা বলেছেন: মবক্রাসি হোচ্ছে বাংলাদেশের নতুন ভন্ডবস্ত/ সুদি মহাজনের স্বীকৃত পন্থা হলো এই মবতন্ত্র। এদের কাছে দেশ হোচ্ছে বিদেশিদের স্বার্থ রক্ষা করার সুদ আদায়ের পথ। বৃটিশ আমলে যেমন নীল চাষ করার জন্য বাধ্য করা হইতো। খাজনা আদায় করে বর্গিরা নিয়ে যেতো। এখন আধুনিক ভার্সন হলো শ্রম আমাদের , পুঁজি আমাদের কিন্তু পরিচালনার দায়িত্ব বিদেশীদের। তার বিনিময় হলো বাধ্যতামূলক তাদের অপ্রয়োজনীয় গার্বেজ কিনতে হবে।

১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো বলেছেন। আওয়ামী বিরোধিতার নামে কিছু উজবুক নিজের ব্রেনও বর্গা দিয়েছে। নিজেরা বিপদে না পড়লে বুঝবে না।

১২| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.