নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক যুলকারনাইন সায়েরের একটি পোস্ট এবং আওয়ামী চাটুকারদের চটকদারি

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৯


সাংবাদিক যুলকারনাইন সায়েরের পুরোনো একটি ফেসবুক পোস্ট সামনে এলো। আওয়ামী লীগের সময়ে কীভাবে কে ধান্ধা করেছে, তার একটি নমুনা যেন পোস্টটি। অথচ তাও কোনো শিক্ষা নেয়নি দলটি। মনে করেছে সারাজীবন দিন এমনেই যাবে। দলের ভেতরে ভিন্ন মতাদর্শের লোকজনও ঢুকেছে, অনেকসময় পয়সা খেয়ে পদও দিয়েছে নেতারা। একই রকম ঘটনা ছাত্রলীগেও ঘটেছে। অপকর্ম করে দায় চাপিয়েছে, তাও ওদের হুঁশ হয়নি।

যুলকারনাইন সায়েরের মূল পোস্টটি নিচে দেওয়া হলো। 

সাম্প্রতিক সময়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের ক্ষণে, শেখ পরিবারের ঘনিষ্ঠ এক সংগীতশিল্পী একদিন সন্ধ্যায় তার কাছের বন্ধুদের বলেন, “আমি কালই আপার সাথে দেখা করে এলাম, আপার মনটা একটু খারাপ ছিল, তিনি বলছিলেন এত বড় একটা আয়োজন হচ্ছে আর কোনো আতশবাজি ফুটছে না, আপাকে দেখেই মনে হচ্ছিল তার মনটা বেশ খারাপ”।

বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির এক বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার, তিনি ভীষণ চালু মাল, সরকারের এহেন কোনো সংস্থা নাই যার সাথে তার সংশ্লিষ্টতা নাই; সিআরআই, এটুআই’র সব পিআরই তার, তিনি আবার লতায়-পাতায় প্যাঁচায় এক মন্ত্রীরও আত্মীয়!

তো ওই চালু মাল সাথে সাথে বেশ অ্যাকটিভ হয়ে গেল, সে বলল, “আরে কী বলো? আপার মন খারাপ বাজি ফুটতেছে না এই কারণে? এটা কোনো কথা হইল? আমি কিছুতেই তা হইতে দিব না, আমি জলদি এটার একটা সমাধান করতেছি”।

সে সাথে সাথে এদিক সেদিক ফোন লাগানো শুরু করল, তার হট কানেকশনে সে বিশেষ ব্যবস্থায় দু’দিনের মধ্যে বিদেশ থেকে আতশবাজি নিয়ে আসলো, অনুষ্ঠানে ঠিকই আতশবাজির ঝলকানি হলো, আপা খুশ, শেখ পরিবার খুশ!

তার কিছুদিন পরে বাজি আনা বাবদ খরচ হিসেবে কয়েক কোটি টাকার একটা বিলও তিনি পাশ করিয়ে নেন এবং একদিন সন্ধ্যায় ওই বিশিষ্ট শিল্পী বন্ধুটিকে বাসায় ডেকে বড় অংকের একটি চেকও ধরিয়ে দেন।

অন্যদিকে আপার কানে ঠিকই এই বাজি কথার ইতিবৃত্ত পৌঁছায়, তিনি রীতিমতো ভিমড়ি খান যে কখন আতশবাজি না ফোটানো নিয়ে তার মন খারাপ হলো আর কখনই বা ওই শিল্পী এসে তার সাথে দেখা করল? তিনি পুরাই বেক্কল বনে গেলেন!

বি.দ্র. আদতে কী ঘটেছে, সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চই, ওই নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার আর শিল্পী বন্ধুটি বেশ পরিকল্পনা করেই এই কান্ডটি ঘটিয়েছে। শিল্পী বন্ধুটির যে আপার সাথে সরাসরি যোগাযোগ ও বাসায় অবাধ প্রবেশাধিকার আছে এটা সবাই জানে, আর বন্ধুদের সামনে তিনি এমন মলিন করে আপার মন খারাপের ঘটনাটি বলেন যে, তারা অবশ্যই বিশ্বাস করেন, সাথে সাথেই অ্যাকশনে নামেন আমাদের চালু ভাইটি, অতঃপর বিল পাশ আর কমিশন হস্তান্তর।
যুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তেল মেরে হাজার হাজার লোক দেশটাকে লুটেপুটে খেয়েছে; হাসিনা ইহা জানে এবং এও জানে এখান থেকে একটা অংশ জয়, পুতুল, রেহানা, রেদওয়ান, টিউলিপ, আজমিনা সবাই পেয়েছে। আহা কি মজা!

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এর মধ্যে একটা অংশ বর্তমানে এনসিপি, শিবির, ছাত্রদল, বিএনপিতে। এরা আসলে কারা? আওয়ামী লীগে থেকে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করত?

২| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: জুলকারনাইন সে সময় জাশির নয়নের মণি ছিলো এখন আর নেই । বিশেষত এনসিপিকে নিয়ে কথা বলার কারণে উনার উপর নাখোশ ফেরানসের মওলারা এবং মুরিদানেরা ।

২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তার সংবাদ বা ফেসবুক পোস্ট মোটামুটি বস্তুনিষ্ঠ। পিনাকী-ইলিয়াসের মতো গার্বেজ না।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

ছএসঅছ বলেছেন: সময় জাশির নয়নের মণি ছিলো এখন আর নেই । বিশেষত এনসিপিকে নিয়ে কথা বলার কারণে উনার উপর নাখোশ Great Lakes Login

২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কারও বিপক্ষে পোস্ট গেলে সমালোচনা তো হবেই। ল্যাংটা সুলেমানের ভক্তরা সবসময় চায় তাদের পক্ষে কথ‍া বলুক।

৪| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: কেউ নীতি কথা বললেই কারো কারো চাটুকারিতা লাগে।

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউ সত্য কথা বললেই কারো কারো চাটুকারিতা লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.