নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

’২৪-এর যোদ্ধাদের কাছে ’৭১-এর মুক্তিযোদ্ধারা অসহায়

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে। তার দোষ তিনি জামায়াত-শিবিরকে ‘কালো শক্তি’ বলেছেন। ’২৪ নিয়ে নাকি কটূক্তি করেছেন! যথাযথ জবাব উনি দিয়েছেন, তবে তাতে দল সন্তুষ্ট না। মানুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে, মবের ভয়ে আর তরুণদের ভোট টানতে এই কাজ করা হয়েছে।

এতদিন শুনে এসেছি বিএনপিতে নাকি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন। গত বছরের ৫ই আগস্ট পরবর্তীতে মুক্তিযুদ্ধের এত এত স্থাপনা ধ্বংস করা হলো, তখন তারা কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধ ইস্যুতে যে যা খুশি বলছে, তাতেও তো দেখি বিএনপির বিকার নেই। যে ফজলুর রহমান একটু উচ্চকণ্ঠ ছিলেন তাকেও থামিয়ে দেওয়া হলো। তাহলে কি বিএনপি শুধু পোস্টারে ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ লিখেই দায় সারছে? বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধারা কি দলে কোনঠাসা হয়ে পড়েছেন?

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয় এখানে। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এসেছিলেন। ড. কামাল হোসেন আসেননি।

২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে সবাইকে ঘিরে ফেলে। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান ঠেকাতে তাদের অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি টেবিল ভাঙা দেখা গেছে। সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন রয়েছেন। অন্যদিকে, বেশ কিছু লোক হৈ-হুল্লোড় করছেন।

এরপর দুপুর ১২টার দিকে এডিসি আাসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গঠিত। এখানে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা রয়েছেন। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন। গত ৫ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০৪

লুধুয়া বলেছেন: বিএনপি হলো জামায়েতর শিবির এর ছাগলের ৩ নাম্বার বাচ্চা ।তাদের জন্ম হয়েছিল পাক আর্মির ক্যান্টনমেন্ট এ।তাদের থেকে মুক্তি যুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের রেস্পেক্ট করা আশা করা যাইনা। তারা তোহ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাই।

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অথচ ওরা মাঝেমধ্যেই আওয়াজ তুলে বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক।

২| ২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১২

লুধুয়া বলেছেন: তারা হলো পাক আর্মি এবং জামাত রাজাকারের জারজ ।না তারা জামাতের মতো মুক্তি যুদ্ধ কে অস্বীকার করতে পারে , না পারে আওয়ামী লীগ এর মতো মুক্তিযুদ্ধ কে নিয়ে রাজ নীতি। মুক্তিযুদ্ধ তাদের কাছে গলার কাঁটার মতো ।না গিলতে পারে না উগরতে পারে।

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তারা আসলে কী বলতে চায় বুঝি না।

৩| ২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২২

সৈয়দ কুতুব বলেছেন: ফজলুর রহমান কে বহিস্কার করা উচিত বিএনপি থেকে। তিনি নবনীতা চৌধুরীর টকশোতে কি বলেছেন শুনেন। বিএনপি এক সাথে দুই নৌকায় পা দিয়ে চলছে। এদিকে শামসুজ্জামান দুদু বলছেন জাতীয় সংগীতে বাংলাদেশের কথা বলা হয় নি। তাই নজরুলের কোনো সংগীত হলে ভালো হতো। বিএনপিকে বুঝা কঠিন।

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বড় দলে ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকেবেই। ফজলুর রহমান শামসুজ্জামান দুদু উদাহরণ হতে পারে। এখন বিএনপি কাদের প্রাধান্য দেবে, সেটাই কথ‍া। যদি বলে তারা মুক্তিযুদ্ধপন্থি, জিয়া স্বাধীনতার ঘোষক তাহলে অবশ্যই ফজলুর রহমানের মতো লোককে মূল্যায়ন করা উচিত। জিয়া যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, কৌশলগত কারণে জামায়াতকে সুবিধা দিয়েছিলেন এখন তো আর কৌশলের দরকার নেই। সুতরাং মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিলে তাদের ভিত্তি থাকে। আর যদি বিএনপি মনে করে মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তাহলে বাদ দিক। তারা এমনিতেও জিতবে।

৪| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৭

ধুলো মেঘ বলেছেন: ফজু পাগলা জামায়াতকে 'কালো শক্তি; বলার জন্য শো কজ খায়নি, খেয়েছে জুলাই যোদ্ধাদেরকে 'নেতার চরিত্রে অভিনেতা' বলে হেয় করার জন্য। জামায়াত শিবিরকে সে বহু আগে থেকেই কটু কথা বলতো - কিন্তু এজন্য দলের হাইকমান্ড তার বিরুদ্ধে আগে কোন ব্যবস্থা নেয়নি।

৫ই আগস্ট পরবর্তীতে মুক্তিযুদ্ধের কোন স্থাপনা ধ্বংস করা হয়নি। মুক্তিযুদ্ধ জাদুঘর, মেহেরপুরের স্থাপনা, অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, স্মৃতিসৌধ - সব অক্ষত আছে। ভাঙা হয়েছে কেবল কোটি কোটি টাকা অপব্যয় করে বানানো মুজিবের মূর্তিগুলো। কেবল ভেঙ্গেই ক্ষান্ত হয়নি - তারা মুজিবের মাথার উপর মুতে দিয়েছে আর মূর্তিতে জুতা পেটাও করেছে।

মুক্তিযুদ্ধ ইস্যুতে যখন যা খুশী বলা হচ্ছিল - সচেতন মহল থেকে তার প্রতিবাদও যথাসময়ে আসছিল। ফজু পাগলাও প্রতিবাদ করেছিল। তখন কেউ তাঁকে দোষী সাব্যস্ত করেনি।

লতিফ সিদ্দিকী যদি বীর মুক্তিযোদ্ধা (!) হয়ে থাকে, তবে তাকেও জুতা পেটা করা উচিত বলে আমিম মনে করি। ক্ষমতায় থাকাকালে সে ধরাকে সরা জ্ঞান করেছিল। এখন সময় জুলাই যোদ্ধাদের - এসব বেজন্মাদের না।

আমি এই প্ল্যাটফর্মটির সাফল্য কামনা করি। কিন্তু মুক্তিযোদ্ধা নামধারী বিতর্কিত ব্যক্তিদের যেন এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হয়। মুক্তিযুদ্ধ সবার মনে শ্রদ্ধার জায়গাতে থাকুক - এটাই চাই।

২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী দুইজনই লীগ থেকে বিতাড়িত। তারা থাকলে সমস্যা কী? যে সংগঠন এই আয়োজন করেছে, তারা তো নিষিদ্ধ সংগঠন না। এই অনুরা তারা যদি না থাকে কারা থাকবে? কর্নেল অলিরা? উনি তো আবার জামায়াত-শিবিরের প্রিয়।

৫| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪১

সৈয়দ কুতুব বলেছেন: আবদুল লতিফ, মনজুর পান্না এরা গিয়েছিল কেন সেখানে মিটিং করতে কে জানে! যারা ছিলেন সবাই সন্দেহজনক।

২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযোদ্ধ‍াদের উদ্যোগে গঠিত সংগঠনের অনুষ্ঠানে কারা যাবে তাহলে? আপনি কি ইদানীং ব্লগে সত্য মন্তব্য করতে ভয় পান? বিএনপিপন্থি, জামায়াত-শিবিরপন্থি পোস্টগুলোতে গিয়ে দেখি হয় হয় করেন। ব্লগে মোটামুটি লীগবিরোধী পোস্টগুলো চলে। অন্য পোস্টের বাজার কম।

৬| ২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০০

সৈয়দ কুতুব বলেছেন: এখন ৭১ নাম দিয়ে নতুন সংগঠন খোলার কি দরকার ? ফজলুর রহমান খারাপ কথা বলেছেন তা বিচার চেয়েছে ৫০ টা সংগঠন । এই সংগঠন গুলা আসলে একটা সংগঠনেরই নানা শাখা । তাই ৭১ নামে নতুন যে সংগঠন খোলা হলো আর সেখানে যাদের দেখছি তাদের কে পুরানা কোনো সংগঠনের লোক বলেই মনে হইতেসে।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা মুক্তিযোদ্ধাদের সংগঠন।

৭| ২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

মাথা পাগলা বলেছেন: সত্যকে চাপা রাখা যায় না, এসব ফজলুদের জন্য আজও বাংলাদেশ টিকে আছে। আজকে এক ফজলু বলেছে, কালকে আরও ১০ ফজলু বলবে, কতোজনকে থামাবে তারা? সত্যকে চাপা দেয়া যায় না, যতো চাপা দেয়া হবে ততো শক্তিশালী হয়ে ফিরে আসবে।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা সান্ত্বনার কথা। মুক্তিযোদ্ধারা বেশি বেঁচে নেই আর। প্রকাশ্যে সদর্পে কথা বলার মতো লোকজনও কম।

৮| ২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

লুধুয়া বলেছেন: কুতব@ আপনি হলেন নেক্সট @সত্যপথিক সাইয়ান, যে দিকে জল গড়াবে সে দিকে যাবেন।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সময়টাই এমন গা বাঁচিয়ে চলতে হয়। ৫ই আগস্টের পর অনেক সুশীলের লেজ বেরিয়ে এসেছে।

৯| ২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: লুধু্য়া@উচিত কথা বললে গায়ে লাগে তাই না ? নতুন সংগঠন খোলার কি দরকার এখন ? এগুলো সব লিগের টাকায় হইতেসে। শাইয়ান সাহেব আমাকে বেশি লাইক করেন বলে মনে হয় না ।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযোদ্ধাদের থেমে থাকতে বলছেন?

১০| ২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০৭

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: চলছে মৌসুম - পাকিস্তানী হানাদার বাহিনীর অধীনে এরা আরো শক্তিশালী ছিলো - এখন ইউনুস আর আর্মির মদদে এরা বাঘ - ছাগল হতেও সময় লাগবে না - শুধা মৌসুম বদলের অপেক্ষা।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তখনও আওয়‍ামী লীগ দুষ্টলোকদের দলে ভেড়াবে। প্রকৃত লীগাররা তখনও ভাত পাবে না।

১১| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৩১

ক্লোন রাফা বলেছেন: এই কথা বলতেছি জিয়াউর রহমানের সময় থেকেই! বিএনপি হইলো জামাতের উচ্ছিষ্ট দিয়ে তৈরি। জামাতের বি টিম/ এবি পার্টি হলো জামাতের ছি টিম। এবার নির্বাচন হবে রাজাকার বনাম রাজাকার

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও খেলা জমবে।

১২| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪০

ক্লোন রাফা বলেছেন: এই নব‍্য রাজাকারেরা এমন কোন সেক্টর নেই যেখানে মুক্তিযোদ্ধাদের অপমান করে নাই।শিক্ষক, বিচারপতি, ল এনফোর্সমেন্ট অফিসার, সচিব, রিকশা ড্রাইভার, শ্রমিক ,সাংবাদিক এমনকি যে মুচি মুক্তিযুদ্ধের কথা বলে তাকেও রেহাই দেয়নি।

আওয়ামী লীগ সরকার এমনকি সবচাইতে নিকৃষ্ট রাজাকারকেও এত অপমান করেনি। তাদেরকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে।
এদের পরিনতি হবে করুন। কেউ বিচারের মুখোমুখি না হলেও প্রকৃতির প্রতিশোধ হবে নির্মম॥

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউ শিক্ষা নেয় না।

১৩| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৬

ক্লোন রাফা বলেছেন: Click This Link

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওদের আদবের বড় অভাব।

১৪| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ইউনুস এর আমলে মুক্তিযোদ্ধাদের বারবার অপমান করা হয়েছে।
এজন্য তার শাস্তি হওয়া উচিৎ।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কে শাস্তি দেবে?

১৫| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩২

ধুলো মেঘ বলেছেন: এরকম লেভেলের মুক্তিযোদ্ধাকে (!) বিতাড়িত করা কি আওয়ামী লিগের জন্য উচিত হয়েছে? আওয়ায়মী লীগ তো খায়ই কেবল মুক্তিযুদ্ধ বিক্রি করে। আর বিতাড়িত করলেই কি তারা সব অপকর্ম জায়েজ হয়ে যায়? কয়টা অপকর্মের বিচার হয়েছে?

এরা আবার আসে চেতনা মাড়াতে! সাহস কত বড়!

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনা দলটাকে তার পারিবারিক সম্পত্তি বানিয়েছেন। বদমাশদের দলে ভিড়িয়েছেন। এ জন্যই তো শেষ পর্যন্ত সরতে বাধ্য হয়েছেন। উনি প্রকৃত আওয়ামী লীগারদের মূল্যায়ন করেননি।

১৬| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুক্তিযোদ্ধারা সর্বজন শ্রদ্ধ্যেয় ব্যক্তি।
মানুষের এই শ্রদ্ধাকে দুর্বলতা মনে করে তারা নিজেদের সব অপরাধের উর্ধে মনে করলে সেটাই সমস্যা।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সর্ষের মধ্যে ভূত থাকলে কী আর করা যায়? অন্যায় করলে অন্যায় অনুযায়ী শাস্তি সবারই হওয়া উচিত।

১৭| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩০

তানভির জুমার বলেছেন:

সাদেক হোসেন খোকা মনে হয় রাজাকার ছিল? জামাত-বিএনপির শতশত মুক্তিযোদ্ধার খে অপমান আর জুতাপেটা করা হইছে তখন কোথায় ছিলেন? একটা শব্দও কি লিখিছেন? মুক্তিযোদ্ধা হলে কি তার সব অপরাধ মাফ? এরা আওয়ামীলিগের দালাল। মুক্তিযোদ্ধার নাম এরাই দেশটা লুটেপুটে খেয়েছে এতদিন। অপরাধ কে ঢাকতে এখন মুক্তিযোদ্ধার নাম নিচ্ছে। অতীত অভিজ্ঞতায় দেখা যারাই অতি মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধ করেছে তারাই মলত ভুয়া মুক্তিযোদ্ধা আর লুটপাটকারী।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি বলছেন, জামায়াত-বিএনপির শত শত মুক্তিযোদ্ধার অপমান আর জুতাপেটা করা হইছে তখন কোথায় ছিলেন? একটা শব্দও কি লিখিছেন? আপনি বিএনপির মুক্তিযোদ্ধাদের নিয়ে চিন্তিত আর আওয়ামী লীগাররা তাদের পক্ষের মুক্তিযোদ্ধা নিয়ে চিন্তিত। বিষয়টা তো আওয়ামী লীগ-বিএনপি না, বিষয়টা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে। কথা বলতে হবে অন্যায় নিয়ে। কেউ অন্যায় করলে সেই অন্যায় অনুযায়ী শাস্তি হওয়া উচিত।

২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১৯৯৯ সালের ৮ই নভেম্বর সায়দাবাদ ব্রিজের ওপর নির্বাচিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় হরতাল চলাকালে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। এই ঘটনায় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারাও নিন্দা জানিয়েছিলেন। সিদ্দিকুর রহমানে খানের মতো রাজাকারের দোসররা গুজব ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্ত-নির্যাতন এবং সাংবাদিকসহ শিক্ষকদেরকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনাটা দামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

১৮| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৯

ধুলো মেঘ বলেছেন: মুক্তিযোদ্ধাকে চেতনা বিক্রেতারা যখন চড় মারে, তখন কোন অপরাধ হয়না। অপরাধ হয় অন্য কেউ গালাগালি করলে।

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ রকম স্পেসিফিক মুক্তিযোদ্ধা প্রীতির মাহাত্ম্য কী? যেকোনো মুক্তিযোদ্ধা এমনকি যেকোনো মানুষকে মারধরের বিরোধিতা তো সবারই করা উচিত। যে ওই মুক্তিযোদ্ধাকে মারল, আর এই পোস্টে উল্লিখিত মুক্তিযোদ্ধাদের যারা লাঞ্ছিত করল তাদের মধ্যে পার্থক্য কোথায়? আপনি নিজে তো এই মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনায় বেশ খুশি মনে হয়। তো ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনায় নিশ্চয়ই আপনার মতো কেউ কেউ খুশি হয়েছিল?

আর একটা বিষয়। জামায়াত-শিবির তো কোনো মুক্তিযোদ্ধাকে পছন্দ করার কথা না। কারণ তারা তাদের পূর্বপুরুষদের হত্যা করেছিল। তো জামায়াত-শিবিরের বিশেষ বিশেষ মুক্তিযোদ্ধার প্রতি দরদ দেখানোর কারণ কী?

১৯| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.