নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ধর্মগ্রন্থ ছুঁয়ে চাঁদা আদায়

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫২


সব ধরনের ঝামেলা (মামলা, মব ও রাজনৈতিক-সামাজিক সমস্যা) থেকে বাঁচানোর শপথ নিয়ে আওয়ামী লীগের এক নেত্রীকে রক্ষার আশ্বাসে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন এক বিএনপি নেতা। সেই টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরে।

ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে মাথায় কোরআন নিয়ে শপথ বাক্য পাঠ করছেন ওই নেতা। এরপর আওয়ামী লীগের ওই নেত্রীর হাত থেকে নগদ টাকা অন্য একজনের মাধ্যমে নেন।

আওয়ামী লীগের ওই নেত্রী বলেন, রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন ওই নেতা। কিন্তু এখানেই শেষ নয়। টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন। কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গত ৫ই আগস্টের পরপরই করা হলেও এতদিন তা প্রকাশ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের ওই নেত্রীর কাছ থেকে আবারও টাকা দাবি করায় বৃহস্পতিবার ভিডিওটি ফাঁস করে দেওয়া হয়।

যদিও অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘আমি এলাকার সমাজপতি, বিচার-সালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’। তবে পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ করার বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেন।
সূত্র

এদিকে রাজশাহীতে এক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়ে মন্তব্য নিতে যোগাযোগ করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ‘চাঁদা নিয়েছি, আপনার কাছ থেকেও নেব’।

ভুক্তভোগীর ব্যবসায়ী অভিযোগ করে জানান, আদালতের নির্দেশে পূর্বের একটি মামলা আপস-মীমাংসা হওয়ার পরও বিবাদী পূর্ব শত্রুতার জেরে তার কাছ থেকে পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

তিনি আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার অডিও প্রমাণ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। হুমকি দিয়ে তার কাছ থেকে এর মধ্যে এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া দুই লাখ টাকা ক্যাশ নিয়েছেন।
সূত্র
ছবি

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশের জিডিপি বাড়ছে।

জেনারেল জিয়ার বিপ্লব।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নয়া স্বাধীনতা।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৯

সামরিন হক বলেছেন: বি।এন।পি। একটা মগজহীন দল। যে জনতা শেখ হাসিনাকে ছেড়ে দেইনি সে জনতা তাদেরকেও ছাড় দিবে না । অশান্তি আর খুনোখুনি একটু বেশি হবে এই যা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জেনজি তো শুধু আওয়ামী লীগের শাসন দেখল। এখন বিএনপির রাজনীতি দেখুক।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



@সামরিণ হক,

শেখ হাসিনাকে কি জনতা সরায়েছে, নাকি আমেরিকান ক্যু উনাকে সরায়েছে?

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ৭ হাজার লোককে বাদ দিয়েছে । এগুলো জামাতিদের কাজ । বিএনপির নাম খারাপ করছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জামায়াতের লোকজন ছিঁচকে চুরি করে না।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াতের লোকজন ছিঁচকে চুরি করে না।

তারা সাবোটাজ করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.