নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সামনে নির্বাচন; বিরাট ফাটাফাটি হবে

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪


১৯৭৮ সালে যখন বিএনপি গঠিত হয়, স্বাধীনতাবিরোধী জামায়াত, আওয়ামী লীগবিরোধী লোকজন, উচ্চাভিলাষী এবং আধুনিক লোকজনকেই বাছাই করেন জিয়া। কট্টর আওয়ামী লীগাররা বিএনপিতে যাওয়ার কথা না। যদিও পরবর্তীতে শেখ হাসিনা দলটাতে যখন পারিবারিক সম্পত্তিতে পরিণত করেন, তখন অনেকেই বিএনপি বা জাতীয় পার্টিতে চলে যান। পরিণাম যে ভালো হবে না সেটা তখন বোঝেননি; মনে হয় না এখনও বোঝেন।

একই রকম ভুল তাঁর বাবা করেছিলেন। ১৯৭২ সালে যখন জাসদ গঠিত হয়, তখনই বোঝা গিয়েছিল তাঁর রাজনীতি কঠিন হয়ে যাবে। অথচ উনি চাইলেই জাসদের লোকজনকে ব্যালেন্স করে দলে রাখতে পারতেন। একটা দলে বিভিন্ন মতাদর্শের লোকজন থাকে না? শেষদিকে যেহেতু বামপন্থার দিকে ঝুঁকতেই হলো, আগে থেকে অনুমান করতে পারলে হয়তো বেঁচে যেতেন।

বিএনপি রাজনীতিতে বেশিরভাগ সময় জামায়াত বা তাদের সমমনাদের আশ্রয় দিয়েছে। তাই তো দেখা যায় জামায়াতিরা আর কোনো মুক্তিযোদ্ধাকে পছন্দ না করলেও জিয়াকে ঠিকই পছন্দ করে। মেজর ডালিম বা কর্নেল রশিদ, হুদাদেরও পছন্দ করে যেহেতু তারা শেখ পরিবারকে সমূলে ধ্বংসে আমেরিকার দেওয়া গুরু দায়িত্ব পালন করেছে।

এম এ জলিলও তাদের পছন্দ। কারণ ওই একটাই না যে তিনি ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের লুটপাটের বিরোধিতা করেছেন। ভদ্রলোক মুক্তিযোদ্ধা হলেও তার আফসোস ছিল কেন পাকিস্তান ভাঙার জন্য যুদ্ধ করেছিলেন। তার মৃত্যু কিন্তু পাকিস্তানে হয়েছিল সম্ভবত কোনো একটা ধর্মীয় আয়োজনে গিয়েছিলেন।

তাহেরকেও তারা পছন্দ করত যেহেতু শেখ হত্যার প্রেক্ষাপট রচনায় তাঁর ও তাঁর দলের লোকজনের অবদান ব্যাপক। তবে তাকে নিয়ে আলোচনা কম। কারণ সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে জিয়া তাকে ফাঁসিতে ঝুলিয়ে ছিলেন। তাহের ও তাঁর লোকজনের কপাল খারাপ। এতকিছু করেও ভাগে কিছুই পাননি। জিয়া উড়ে এসে জুড়ে বসে সব নিয়ে নিয়েছিলেন।

৫ই আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে। এখনই সম্ভবত সবচেয়ে স্বাধীনমতো রাজনীতি করতে পারছে বিএনপি, জামায়াতসহ অন্যান্যরা। গ্যাঁড়াকলে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের জোটসঙ্গীরা। জামায়াত বেশ কিছু জায়গায় সাফল্যও দেখাচ্ছে অবশ্য। যেমন তাদের ছাত্রসংগঠন শিবির ডাকসুতে জিতল। জাতীয় রাজনীতিতে কতটুকু ভালো করে সেটাই প্রশ্ন।

ডাকসুতে জেতা মিরাকল ছিল, এখানেই যেহেতু সফল হলো জাতীয় রাজনীতিতে ভালো করার সম্ভাবনা আছে। ৫ই আগস্টের পরপরই বা ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হতো নিশ্চিত। এখন মনে হয় না সম্ভব হবে। কারণ তাদের ২০০১-২০০৬ সালের ইতিহাস ফিরে ফিরে আসছে নেতাকর্মীদের কাজকর্মে। চাঁদাবাজিসহ এহেন কর্ম নেই তারা করছে না।

জামায়াত কিন্তু জায়গামতো হাত দিয়েছে। তারা প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিয়েছে। আদর্শ যাই হোক, তারা কিন্তু নেতা নির্বাচনে সঠিক লোকই বাছে। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির মতো পারিবারিক বলয়ে নেই।

সামনে নির্বাচন; বিরাট ফাটাফাটি হবে সে কথা বলাই বাহুল্য। বিএনপির জন্য একটু মায়া লাগছে। কারণ তারা তো এতদিন বড় একটা দলের সাথে লড়াই করেছে। এখন তাদের নেতাকর্মীদের এমন লোকদের সাথে লড়তে হচ্ছে যারা তাদের নেতাদের অনুগ্রহে বাঁচতে হয়েছে। যাদেরকে তাদের নেতা আশ্রয় দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তারাই এখন চোখ রাঙাচ্ছে। পাশাপাশি কচিকাঁচাদের বালখিল্যতাও সহ্য করতে হচ্ছে।

সমস্যা নেই। দুঃসময়ে অপমান গায়ে মাখতে নেই। নির্বাচনে জিততে পারলে সব নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে।

ছবি

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: জামাতের পাওয়ারে আসার পসিবিলিটি শেষ । গতকাল নায়েবে আমির জাতিসংঘে সাংবাদিকদের কি বলেছেন দেখেন । গাজও্য়াতুল হিনদ জামাতের গলার কাটা হবে ।


জামাত ২০ সিটের উপর পাবে না যদি ইলেকশন ফেয়ার হয় । পিআর আনদোলন ফেইল করেছে বাজে ভাবে । এটা তাদের ইলেকশনে effect ফেলবে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা মরণ কামড় দিতে পারে জামায়াত।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেতা কর্মির বাইরে জামাতের কোন সমর্থক নেই। তাদের ২০ জনের মিছিলের আওয়াজ শুনলে আপনি মনে করবেন সেখানে ২হাজার লোকের মিছিল চলছে।
এখনো তাদের হাক ডাক দেখলে মনে হয় তারা ২০০ আসনে বিজয়ী হয়ে বসে আছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে। তবে ডাকসুতে শিবিরের জিতে যাওয়া বিএনপিকে অস্বস্তিতে ফেলেছে কিছুটা মনে হয়। এখানে জেতা দরকার ছিল। তারপরও বেটার লেট দ্যান নেভার। জাতীয় নির্বাচনে তারা দোর্দন্ড প্রতাপে ফিরে আসতে পারে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনারা জামাত কে যেরকম ভাবেন আসলে জামাতের পপুলারিটি সে রকম বাড়েনি। ডাকসু মাকসু দিয়ে কাজ হবে না । জামাতের মিডিয়া হাইপ বেশি । সিট পাবে ২০টা কিংবা তারও কম । তা নাহলে পিআর চাইতো না ।

ইলেকশন ফেয়ার হলে বিএনপি ২২০্। বিএনপির সাপোরটার সব চুপ মেরে আছে । ভোটের দিন খেলা হবে। :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যা বলছেন, বাস্তবে হয়তো তাই হবে। কিন্তু মাঝেমধ্যে তো ঝড়ে বকও মরে। বিএনপির অতীত ইতিহাস তো ভালো না। বর্তমানেও যে তারা ভালো রাজনীতি করছে তা না। আমার তো মনে হয় আওয়ামী লীগকে আবার নির্বাচনে আসতে দিলে তারাই জিতবে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার জনম দিনের শুভেছছা জানাবেন না ? ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তার হাতে যে সুযোগ ছিল, সব হাতছাড়া করেছেন। তাও স্বাভাবিক শুভেচ্ছা জানানো যায়। সেটা করলে আবার অনেকে গোস্বা করবে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

রাসেল বলেছেন: ভোট দেওয়া আমার কর্তব্য, কিন্তু উৎসাহিত বোধ করছি না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে লাউ সেই কদুই হবে। আমি সবচেয়ে বেশি আগ্রহ পেয়েছিলাম ২০০৮ এর ডিসেম্বরের নির্বাচনে।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমার তো মনে হয় আওয়ামী লীগকে আবার নির্বাচনে আসতে দিলে তারাই জিতবে

বাউরে(নোয়াখালির ভাষা) =p~ গতবছর লিগের লোকজন ভোট দিলেও তো ২০ শতাংশ ভোট পাওয়ার কথা । ৫ শতাংশ কেমনে পায় ? লিগ ইলেকশনে সুযোগ পেলে রিয়েলিটি বুঝা যেত । ১০ সিটের বেশি তারা পেত না । ইউনুস সাহেব লিগের মান বাচিয়েছেন। :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একবছর আগে হলে হিসাব আলাদা হতো। আমি বর্তমানের কথা বলছি। বিএনপি যা করছে এসব দেখেও তো আপনার মতো অনেক সুশীলই কথা বলেন না। বিএনপির মিডিয়া সাপোর্ট ভালো। তৃণমূলে আওয়ামী লীগের যে সাপোর্ট এখনও আছে, জামায়াত, এনসিপিসহ বাকি দল তার দশ ভাগের একভাগও পাবে না।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ভোটের রেজাল্ট কি ভোট থেকে দেয়া হবে, নাকি অন্য কোনভাবে দেয়ার কথা?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অন্য কোনোভাবে দেয়ার কথা থাকতে পারে তবে যাই হোক বিএনপি যেকোনোভাবেই হোক জিতবে।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



ফাটাফাটি বলতে কি বুঝায়েছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মারামারি।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

সৈয়দ কুতুব বলেছেন: বিনএনপির মিডিয়া সবচাইতে উইক । সবচেয়ে বেশি একটিভ লিগ এবং জামাতের মিডিয়া । এনসিপি না ঘরকা না ঘটকা

বিএনপির হাতে গোণা ৩/৪ জন ইউটিউবার আছে । লিগ জামাতের ডজন খানেক হবে । বিএনপি যা করছে সেটার ফল তারা পাবে। কিনতু লিগের সামনের ইলেকশনে জয়ি হবার কোনো পসিবিলিটি ছিলো না ।

আমি বাংগু সুশিল ও না আবার বাংগু মুমিন ও না ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগের শাসন তো দেখেছেন। তখনকার অবস্থা আর এখনকার অবস্থা দেখুন আওয়ামীপন্থীরা মিডিয়ায় কতটা দাপট দেখিয়েছে? গত ৮-১০ বছর ধরে শুধু আওয়ামী লীগের সমালোচনাই দেখছি।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

আলামিন১০৪ বলেছেন: দেখা যাক, জনগণ চাঁদাবাজ-দুর্নীতি আবারো চায় কি না..
রাজনীতি আজকাল ব্যবসার ইসভেস্টমেন্টে পরিণত হয়েছে..ফলাফল- চোর-বাটপারের ক্ষমতায়ন...এ চক্র থেকে মুক্তির জন্য বিকল্প দলকে শক্তিশালী করা প্রয়োজন

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপির চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী আর কোনো দল নেই এখন।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:..তৃণমূলে আওয়ামী লীগের যে সাপোর্ট এখনও আছে জামায়াত, এনসিপিসহ বাকি দল তার দশ ভাগের একভাগও পাবে না।
:D :D
রাস্তায় নেমে জয় বাংলা বলে দেখেন, ফ্রীতে শরীর বানায়ে দিবে, সমগ্র বাংলাদেশ ৫ কেজির মুগুর দিয়ে

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:..তৃণমূলে আওয়ামী লীগের যে সাপোর্ট এখনও আছে জামায়াত, এনসিপিসহ বাকি দল তার দশ ভাগের একভাগও পাবে না।
:D :D
রাস্তায় নেমে জয় বাংলা বলে দেখেন, ফ্রীতে শরীর বানায়ে দিবে, সমগ্র বাংলাদেশ ৫ কেজির মুগুর দিয়ে

এসব বলে মব ভায়োলেন্সকেই উসকে দেওয়া হয়। সেটা না হয় বাদ দিলাম। আদালতে আসামিকে মারধর করা কোন ধরনের আচরণ? এগুলো সঠিক?

রাস্তায় নেমে জয় বাংলা বললে মারধর করা ফ্যাসিজম ছাড়া কিছু না। অবশ্য এটা সম্ভব এ দেশে। জিয়াউর রহমান রাজাকারদের রাজনীতি করতে দিয়ে গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেলে জয় বাংলা বললে মারধর করাও বোধহয় এক ধরনের গণতন্ত্র।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫১

মেঠোপথ২৩ বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের জয়ে ভারতকে সতর্ক কোরে শশী থারুর বলেছেন নির্বাচনের ফলাফল আসলে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপি–র প্রতি জনগণের প্রত্যাখ্যান। তিনি লিখেছেন, “এই দুই দলকে জনগণ—ন্যায্য বা অন্যায্যভাবে—দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতীক হিসেবে দেখছে। ফলে অনেক তরুণ হতাশাগ্রস্ত এবং বিকল্প খুঁজছে।” তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, “এই ভোটের মানে কিন্তু ইসলামী দলের প্রতি ব্যাপক সমর্থন নয়, বরং এটা ছিল একটি বিকল্পের জন্য মরিয়া আর্তি।”

অত্যন্ত দুঃখজনক যে বিএনপি তরুনদের এই পালস বুঝতে অসমর্থ হয়েছে। ভুল থেকে শিক্ষা নিয়ে শোধরানোর কোন চেষ্টা তাদের মধ্যে নাই। এখনে মার্কার দিন আর নাই। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সবার হাতে মোবাইল। দেশে কি হচ্ছে না হচ্ছে তা এখন সবাই জানে। জনগনকে ধোকা দেয়ার দিন আর নাই। আওয়ামিলীগ সেটা বুঝতে পেরেইতো ফেয়ার ইলেকশন দেয় নাই। আর বিএনপি বিশ্বাস করে যে, জনগন এখনও আহাম্মকের মত মার্কা দেখে ভোট দেবে!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী হয় পুরোপুরি বলা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.