নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর মতো ১৭শ’ কোটি গ্রহ ছায়াপথে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

দ্য বেঙ্গলি টাইমস ডটকম

আমাদের ছায়াপথে পৃথিবীর আকারের একটি বা দুটি নয়, ১৭শ’ কোটি গ্রহ রয়েছে। ছায়াপথের নক্ষত্রগুলোর ১৭ শতাংশ বা প্রতিটি নক্ষত্রের ছয়টি গ্রহের মধ্যে একটি করে পৃথিবীর আকারের গ্রহ রয়েছে। কেপলার টেলিস্কোপে ধরা পড়া গ্রহ বিশ্লেষণ করে এ সংখ্যা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির ২২১তম বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আমাদের ছায়াপথে প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র রয়েছে। তবে পৃথিবীর আকারের ওইসব গ্রহে জীবের অস্তিত্ব সম্পর্কে সঠিকভাবে কিছু বলেননি জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহদাকার পাথুরে গ্রহগুলো বহু দূর থেকে তাদের নক্ষত্রগুলোকে প্রদক্ষিণ করছে। অদ্ভুত বৃহদাকার জীবের অস্থিত্ব থাকলেও থাকতে পারে। কেপলারের উপাত্ত বিশ্লেষণকারী হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের সদস্য ফ্রাঙ্কো ফ্রেসসিন বলেন, ‘সব জায়গায়ই এ ধরনের পাথুরে বস্তু রয়েছে।’ ২০০৯ সালে কেপলার স্পেস টেলিস্কোপের কক্ষপথে পাঠানোর পর দেড় লাখের বেশি নক্ষত্রের গতিবিধির ওপর নজর রেখেছে। কেপলার স্পেস টেলিস্কোপ নক্ষত্রের উজ্জ্বলতার পরিবর্তনের ভিত্তিতে ভিন গ্রহ শনাক্ত করে।

কেপলার টেলিস্কোপে ২ হাজার ৭০০ বেশি গ্রহ শনাক্ত করেছে যেগুলো দেড় লাখ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এগুলোর মধ্যে ৪৬১টির আকার পৃথিবীর মতো, কক্ষপথও প্রায় পৃথিবীর মতো। এ গ্রহগুলোর মধ্যে ১০টিতে তরল পানির অস্তিত্ব রয়েছে। সূত্র : বাংলানিউজ।



তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

রেজিস্টার বলেছেন: তাইলে এই ছায়াপথে একের অধিক গ্রহে বুদ্ধিমান প্রাণি আছে:| ভয়ে আছি ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.