| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
বিশ্বে প্রথমবারের মতো ক্যানসার নিবারক (কিলার) কোষ আবিষ্কৃত হয়েছে। জাপানের বিজ্ঞানীরা সম্প্রতি এটি আবিষ্কার করেন। বিজ্ঞানীরা কোষটির নাম দিয়েছেন টি কোষ। এটি সিরিঞ্জের মাধ্যমে রোগীর শরীরে পুশ করলে তা ক্যানসারের সংক্রমণ রোধ করবে। বিজ্ঞানীরা আশা করছেন এটি ক্যানসার ও এইচআইভি এইডস চিকিত্সায় নতুন বিপ্লব ঘটাবে। টি কোষগুলো ইনজেকশনের মাধ্যমে সরাসরি রোগীর শরীরে প্রবেশ করিয়ে চিকিত্সা দেওয়া যাবে। জানা যায়, এ ধরনের ক্যানসার সংক্রমণ প্রতিরোধ কোষ মানব শরীরেই জন্মায়। তবে তা পরিমাণে খুবই কম। যার কারণে ক্যানসারের বিস্তার রোধ করতে এগুলো অনেক সময় সক্ষম হয় না। তাই রোগীর শরীরে প্রয়োজন মাফিক নতুন টি কোষ প্রবেশ করালে তা মৃত কোষগুলোকে সজীব করে তুলবে। জাপানের রিকান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নতুন এই কোষ আবিষ্কার করেন। ডেইলি মেইল।
তথ্যসূত্র-
Click This Link
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
আজাদ আল্-আমীন বলেছেন: valo khobor