নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হাজার মাইল বেগে ছুটবে গাড়ি!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক

ঘণ্টায় এক হাজার মাইল বা এক হাজার ৬১০ কিলোমিটার গতিসম্পন্ন একটি গাড়ি তৈরির চেষ্টা করছেন একদল ব্রিটিশ প্রকৌশলী। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পের সঙ্গে জড়িত উইং কমান্ডার অ্যানডি গ্রিন বলেন, সুপারসনিক গতির এই গাড়ি তৈরি করা সম্ভব হলে তা হবে ভূমিতে চলাচলকারী এখন পর্যন্ত সর্বোচ্চ গতির যান। এই গাড়ি তৈরিতে টাইফুন বিমানের ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জানান তিনি।

অ্যানডি গ্রিন জানান, গাড়ির গতি যত বেশি হবে, চাকার ওপর চাপ তত বাড়বে। তাই এক হাজার মাইল গতিসম্পন্ন গাড়ি তৈরির ক্ষেত্রে অত্যধিক চাপ নিতে সক্ষম এমন চাকা নিয়ে কাজ করছেন ওই প্রকৌশলীরা। আর এ কাজ বেশ জটিল ও কষ্টকরও বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্রিটিশ প্রকৌশলীরা। অ্যানডি গ্রিন বলেন, আমাদের এই প্রকল্পের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির জাদু দেখানো।



তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

রিওমারে বলেছেন: গাড়ীর সাথে প্রাইভেট রাস্তা বানাতে হবে না হলে উহা চলবে কোথায়??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.