![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানাডা বিশ্বের তৃতীয় সুখের দেশ হিসেবে আবারো স্থান করে নিলো। গত মঙ্গলবার বিবিসি অনলাইন জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত 'বেটার লাইফ ইনডেক্স' জরিপে সার্বিক অর্থনৈতিক শক্তির কারণে টানা তৃতীয়বার সুখী দেশ হিসেবে তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ন রাখল অস্ট্রেলিয়া। জরিপে এই তালিকায় অস্ট্রেলিয়ার পরই রয়েছে সুইডেন, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আইসল্যান্ড ও যুক্তরাজ্য। মাথাপিছু আয়, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবনযাত্রার মান সবকিছু বিবেচনা করে অর্থনৈতিকভাবে ৩০টি উন্নত রাষ্ট্রের মধ্যে এ জরিপ চালানো হয়।
তথ্যসূত্র-
Click This Link
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩
অনিকেত মাহমুদ বলেছেন: বেপুক আফসোস ভাইসাব!!!!!!
২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮
ঢাকাবাসী বলেছেন: নিঃসন্দেহে সুখের দেশ, আমি তো তাই দেখলুম। আর ব্যাটারাতো স্টাডি করেই লিখেছে!
১২ ই জুন, ২০১৩ রাত ৮:৩২
অনিকেত মাহমুদ বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫
বাকি বিল্লাহ বলেছেন: কানাডা যাইবার মুন চায় কিন্তু ভিসা পামু কই???
১২ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
অনিকেত মাহমুদ বলেছেন: কানাডা হাইকমিশনে গেলে ভিসা পাবেন!!!!
৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
বাকি বিল্লাহ বলেছেন: বিস্তারিত কইলে খুশি হইতাম
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: এই সুখের দেশের সিটিজেন একটি মেয়ের সাথে বিয়ের কথা চলছিল, কিন্তু আমি আমার পচা দেশ ছড়ে যাবনা বিধায় বিয়ে Cancel করে দিয়েছি।
হায়রে সুখ.....