নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী থেকে বছরে ১,৫০০ মানুষ অপহরণ করে এলিয়েনরা! আসলেই ?

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:১৪



বৃটেনের সবচেয়ে আজব এক সংগঠন অ্যানোম্যালাস মাইন্ড ম্যানেজমেন্ট অ্যাবডাক্টি কনট্যাক্টি হেল্পলাইন (অ্যামাচ)। ২০১১ সালে সহযোগিতা দানকারী এ সংগঠনটি গড়ে ওঠে। অ্যামাচের দাবি, পৃথিবী থেকে প্রতি বছর ১,৫০০ মানুষ অপহরণ করে ভিনগ্রহী এলিয়েনরা। পৃথিবী-বহির্ভূত অর্থাত্ মহাকাশের সঙ্গে কোন ব্যক্তির যোগাযোগ হলে, তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করাই তাদের কাজ। অবশ্যই সেই ব্যক্তিটি যদি সত্যিই মনে করেন, দুর্ভাগ্যজনকভাবে তার সঙ্গে দূরগ্রহের কোন এলিয়েন যোগাযোগের চষ্টো করছে বা যোগাযোগ হয়েছে। আরও মজার ব্যাপার হলো, অ্যামাচের কাছে সপ্তাহে গড়ে ৫টি ফোন-কল ও ২৫টি ইমেইল আসে। তাদের মধ্যে এক নারী রয়েছেন যার ধারণা তার ওপর গোপন নজরদারি করছে এলিয়েনরা। এক পুরুষ যিনি বছরে বেশ কয়েকবার তার এলিয়েন স্ত্রী ও সন্তানের কাছে যান। আরেক নারীর দাবি এলিয়েনরা তাকে ১,০০০ বারেরও বেশি অপহরণ করেছে। তাদের দাবি, এভাবে বছরে অপহরণ করা হয় দেড় হাজার মানুষকে। মজার এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএনআই। অ্যামাচের সহ-প্রতিষ্ঠাতা জোয়ান সামারস্কেলস ও মাইলস জনস্টন অপহরণের শিকার এ মানুষগুলোকে নৈতিক ও আবেগীয় সমর্থন দেয়াকে তাদের দায়িত্ব মনে করেন। তারা বিভিন্ন সভা, ওয়ার্কশপ ও সম্মেলনের মাধ্যমে মানুষকে সচেতন করছেন। এলিয়েনের সঙ্গে দেখা হওয়া মানুষদের একই ছাদের নিচে সমবেত করা ও অভিজ্ঞতা শেয়ার করা, তাদের ঘটনার ভিডিও প্রমাণ যোগাড় করা ও তা অনলাইনে পোস্ট করা। এবং অন্যদেরকেও তাদের কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ করা থাকে সংগঠনটির উদ্দেশ্য।



তথ্যসূত্র-

ClickThisLink

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২২

লিঙ্কনহুসাইন বলেছেন: B:-) B:-) B:-) B:-)

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪১

অনিকেত মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৮

সৌমিক জামান বলেছেন: বাহ বাহ বাহ!!! ভালো তো, ভালো না? মানুষ তো বাংলালিংক দামে পাওয়া যায়,তাই না?

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪২

অনিকেত মাহমুদ বলেছেন: তাইতো ....মানুষ তো বাংলালিংক দামে পাওয়া যায়..

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৯

দুরন্ত-পথিক বলেছেন: ভুয়া।এরা এইসব গাঁজাখুরি গল্প করার ও যে সময় পায়,এটাই আমার কাছে অবিশ্বাসের।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪৩

অনিকেত মাহমুদ বলেছেন: আমিও বিশ্বাস করি নাই....ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩২

নীল জানালা বলেছেন: আপনেরে অপহরন করে নাই এহনো? খারান... এলিয়েন মামুগো ফোন কৈরা কৈতাছি যে অগো নামে উল্টা পাল্টা লেখসেন

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৪৭

অনিকেত মাহমুদ বলেছেন: এখনো অপহরণ করে নাই.।তয় চান্স আছে.।ধন্যবাদ।

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:০৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
না মারলে আমারে নিবার কন

পৃথিবী ভালু লাগে না

ফালতু

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:১৩

মাক্স বলেছেন: ঘটনা পুরাপুরি সত্য অবিশ্বাস করার কিছু নাই ;)

৭| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২৭

ইকরাম বাপ্পী বলেছেন: Taile bujhi ilias shaheb ekn sohi salamote achen ihadr kache..... Naki?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.