নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ববিতা কী সত্যিই সার্থক ?

২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯



আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার ছেলে অনিক কানাডার ওয়াটার ল্যু ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গত ১৫ জুন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনিক একসঙ্গে দুটি সম্মাননা ‘ডিসটিসন’ ও ‘ডিন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। একমাত্র ছেলের শিক্ষা জীবনের এই অর্জন নিজ চোখে দেখার জন্য অনুষ্ঠানের আগেই ববিতা হাজির হয়েছিলেন এবং এখান থেকেই তা দেখেছেন তিনি। নিয়মতান্ত্রিক সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ থেকে সম্মানের সঙ্গে অনিকের এই সাফল্য অর্জনকে ববিতা তার জীবনেরও সেরা অর্জন হিসেবে বিবেচনা করে দ্য বেঙ্গলি টাইমস ডটকম কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, একমাত্র সন্তান অনিকের এই বিশাল সাফল্যে আজ সত্যিই আমি ভীষণ আনন্দিত। আজ সত্যিই আমি সার্থক। কত যে খুশি আমি বোঝাতে পারবো না। অনিকের জীবনের দিকে তাকিয়ে যে কষ্ট আমি করেছি তা সব ম্লান হয়ে গেছে তার শিক্ষা জীবনের এমন সাফল্যে। আমি ওয়াটার ল্যু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। দেশের সবার কাছে দোয়া চাই যেন অনিক আগামীতে আরও ভাল করতে পারে। এদিকে ছেলের সমাবর্তন উপলক্ষে কানাডায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এখানকার সবচেয়ে পুরনো জাতীয় দৈনিক ‘টরন্টো স্টার’ থেকে ফোন করে ববিতাকে স্বাগত জানানো হয়। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা হয়েও নিজের ছেলের শিক্ষা জীবনের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী থাকায় ও সফলতা অর্জন করায় ববিতা ও অনিককে নিয়ে এ দৈনিকের প্রথম পাতায় ফলাও করে বিশেষ সংবাদও প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদ নিয়ে কানাডার চ্যানেল ‘সিপি টুয়েন্টি ফোর’-এও বেশ আলোচনা হয়। ওয়াটার ল্যু ইউনিভার্সিটিতে যারা ভাল ফলাফল করে তাদের নাম সবসময়ই বিশেষভাবে স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ববিতা বলেন, অনিকের নামও বিশেষভাবে স্মরণ করা হবে-এটাও যেন অনেক বড় প্রাপ্তি। বর্তমানে ববিতা কানাডাতেই আছেন। সেখানেই তিনি ছেলের সঙ্গে ঈদ এবং ৩০শে জুলাই তার জন্মদিন পালন করবেন। এরপর তিনি দেশে ফিরবেন।



তথ্যসূত্র

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: অভিবাদন জানাই অনিককে

২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৯

অনিকেত মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০

সরদার হারুন বলেছেন: সকল মা বাবাই সন্তানের ভাল চান।ববিতাও মা তিনিতো চাবেনই তবে বাবা চিত্ত চৈৗধুরী কি হয়েছে জানিনা।

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

অনিকেত মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

আলফা-কণা বলেছেন: amio Dean's Award peyechilam :)
Convocation er din dekhechi, amar parents kotota happy to see my successful completion. Parents ra ashole e amon. Congratz !!

৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯

মাথাল বলেছেন: অভিনন্দন দুজনকেই, বিশেষ করে মা কে।

৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: অভিনন্দন। অনেক অভিনন্দন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৯

আরজু পনি বলেছেন:

পেশাগতভঅবে দারুণ সফল একজন মায়ের সন্তানের এমন সাফল্যে অনেক ভালো লাগছে।
ববিতার অনেক সিনেমাই অনেক অনেক পছন্দের।।
তাদের জন্যে শুভকামনা রইল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.