নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমেন্ট চাই

সামু পাগল আমি

অনিক সি

আমি একজন ছাত্র, পড়ালেখা করি।

অনিক সি › বিস্তারিত পোস্টঃ

আর কত পোস্ট দিবিরে বাপ তগো কি হাত ব্যাথা করে না :p

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

যেইসব পোলাপান ফেসবুকে সারাদিন একের পর এক পোস্ট দিতেই থাকে আর যাগো পোস্টের লাইগা সারাদিন ফেসবুকের সার্ভার বিজি থাকে :p অগোরে মেনশন কইরা আমার এই ছোট্ট পোস্টখানা, মাইন্ড খাইলে কিসু করার নাই।



" একটু আগে সোকেসের পুরান বই-খাতার তাক থেইকা একটা খাতা খুজতাসিলাম। হঠাত একটা মাকড়সা দেখলাম। দেইখা মনে চিন্তা জাগল "মাকড়সাডা জুদি আমারে একটা কামুর দেয় তাইলে উপকার কিসু অইলেও অইতে পারে বুঝেনিতত স্পাইডারম্যান টাইপের কিসু আরকি। কিন্তু লাভ অইল না কামুড় দেয় নাই। পরে চিন্তা করলাম এইডা লইয়া ফেবুতে জলদি কইরা একটা স্ট্যাটাস দিয়া ফালাই তাইলে উপকার কিসু কম অইলেও অইতে পারে।



এতো ফেসবুক চালাইলে এমন তো অইবই। সারাদিন খালি স্ট্যাটাসই দিতে মন চাইব।

এত ফেসবুক চালাইতে চালাইতে একসমে দেহা যাইব বাথরুমে গেসে আর হঠাত কইরা লাইট ফিউজ হয়া গেসে এইটা নিয়া একটা অতি গুরুত্তপুরন পোস্ট দিয়া ফালাইব। লাস্টে দেহা যাইব যে বদনায় পানি ভরব এইটা নিয়াও পানি ছাইরা বদনা ভরনের আগেই জলদি কইরা একটা পোস্ট দিয়া দিব। অইসে স্টপ।"





আমি এইসব পোলাপানগো নাম দিসি 'সিরিয়াল পোস্টার'

আদর কইরা 'পোস্টার' কইয়াও ডাকি :p

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

হেডস্যার বলেছেন:

কালকে এক মাইয়ার ষ্ট্যাটাস দেখলামঃ

"উফ, মশা"
পুরা স্পীকার হইয়া গেলাম :-&

২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: :-& :-&

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

আদম_ বলেছেন: হেডস্যার বলেছেন:

কালকে এক মাইয়ার ষ্ট্যাটাস দেখলামঃ

"উফ, মশা"
পুরা স্পীকার হইয়া গেলাম :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.