নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিমেষ রহমান

অনিমেষ রহমান › বিস্তারিত পোস্টঃ

;) ;) চামড়ার বন্দুক বাতাসের গুল্লি-০১ ;) ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মাঝে মাঝে ব্লগ পড়তে আইসা মাগনা কিছু বিনুদুন পাওন যায়। সেসব বিনুদনের উতস যে ছাগুরা এতে কুনু সন্দেহ নাইক্কা। =p~



তাদের অধুনা বিনুদনে নতুন জিনিষ যোগ হইছে রবীন্দ্রনাথ যেহেতু মালাউন সুতরাং মুসলমান কাজী নজরুলের কুনু গানকে জাতীয় সংগীত করা হোক। ;) আমি ব্যক্তিগতভাবে খুশি। কারন রবীন্দ্রনাথ সেভাবে ছাগুদের নিয়া কিছু না কইলেও নজরুল ছাগুদেরকে যেভাবে মুগুরাঘাত করেছেন তা দিয়া আরো কয়েক দশক চালানো যাইবেক। সুতরাং ছাগুদের সাহিত্যজ্ঞান সময় নষ্ট না করিয়া তাহারা কিভাবে মার্কিন এম্বেসীতে ইষ্টকবর্ষন করিয়া হাঁটু গাঁড়িয়া 'চামড়ার বন্দুক বাতাসের গুল্লি' স্বরুপ কাজ করে তাহার স্বরুপ উম্মোচন করি। :P কিছুদিন পরে ইহাও শুনা যাইতারে যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট আব্দুল বারেক ওবামা একজন দুরতম সম্পর্কের দিক দিয়া মুসলমান তাই তাহারা মাপ চাহিয়াছেন।



আর তাহাদের দোজাহানী পিতাদের রক্ষার্থে এগিয়ে আসা টার্কি আব্বুদের সাথে ন্যাটোর লটর পটরের 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি' যুক্তিও খুব সহসা পাওয়া যাইবেক।



আর আমারে নিয়া মহা ঝামেলায় থাকপে। নামের প্রথম অংশ ধইরা কইবো 'মালাউন' আর কোনোদিন যদি বিখ্যাত মানুষ হইয়া যাই তাইলে কইবো নামের লেঞ্জায় 'রহমান' থাকাতে তিনি ছিলেন নজরুল গোত্রীয় সাচ্চা মুসলমান।



সবি 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি'। =p~

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

লোনলিফাইটার বলেছেন: ;) ;) B-)) B-)) B-)) :P :P :P :Pমালাউন B-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অনিমেষ রহমান বলেছেন: হ নজরুলেরে উনার সমসাময়িক বিশেষ গোত্রীয় লুকজন কাফের বলেছিলো। জানিনা আহমদ ছফা কিংবা হুমায়ুন আজাদ কিংবা আহমদ শরীফ কুনুদিন সাচ্চা হইয়া যাইতারে।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আমার নামেরও একই সমস্যা আছে। কতবার যে কলকাতাবাসী আমার পুরা নাম জিগাইছে।

ছাগলগুলা জানে না যে রবীন্দ্রনাথের ধর্ম এমন একটা ধর্ম ছিল কোন হিন্দু ছেলে সেই সময় ঐ ধর্ম গ্রহন করলে ছেলের হিন্দু বাপে ছেলেরে ত্যাজ্য কইরা দিত।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

অনিমেষ রহমান বলেছেন: তারা যদি ঠিকমতো বুঝতো আর দুনিয়াতে ছাগু থাকতো নিকি?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

পথিক৭১ বলেছেন: হেলু হেলু অনিদা

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

অনিমেষ রহমান বলেছেন: আহলান ওয়া সাহলান।
মারহাবা!!
;) ;)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

পথিক৭১ বলেছেন: ইন্নালিল্লাহ

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

অনিমেষ রহমান বলেছেন: ইন্নালিল্লাহ কেনু?
:( :(

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

জটিল বাক্য বলেছেন: আর আমারে নিয়া মহা ঝামেলায় থাকপে। নামের প্রথম অংশ ধইরা কইবো 'মালাউন' আর কোনোদিন যদি বিখ্যাত মানুষ হইয়া যাই তাইলে কইবো নামের লেঞ্জায় 'রহমান' থাকাতে তিনি ছিলেন নজরুল গোত্রীয় সাচ্চা মুসলমান। [/si

আসলে আপনার পরিচয় কি, না জাইনা না বুইঝা পড়লে কোনো হইবেক? আমি না জাইনা পড়লাম। :) :) নিশ্চয় ক্ষমা পামু ভুল করলে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

অনিমেষ রহমান বলেছেন: আপনেরে কিতা কইবো?
;)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

জটিল বাক্য বলেছেন: আমার নাম নিয়া কোন ঝামেলা নাই। আমার নাম ধর্ম নিরেপেক্ষ। :D :D

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

অনিমেষ রহমান বলেছেন: তার মাইনে আপনের ভিত্রে ভেজাল আছে।
;) ;)

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর আমারে নিয়া মহা ঝামেলায় থাকপে। নামের প্রথম অংশ ধইরা কইবো 'মালাউন' আর কোনোদিন যদি বিখ্যাত মানুষ হইয়া যাই তাইলে কইবো নামের লেঞ্জায় 'রহমান' থাকাতে তিনি ছিলেন নজরুল গোত্রীয় সাচ্চা মুসলমান।

সবি 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি'।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

অনিমেষ রহমান বলেছেন: খিক খিক !!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

জটিল বাক্য বলেছেন: লেখক বলেছেন: আপনেরে কিতা কইবো?[/su

আপনি কোন পক্ষের নজরুল না রবীন্দ্রনাথ ?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

অনিমেষ রহমান বলেছেন: আমি দুইদিকে।

সভার হৃদয়ে রবীন্দ্রনাথ-
চেতনাতে নজরুল,
যতোই আসুক বিঘ্ন-বিপদ
হাওয়া হোক প্রতিকুল।
এক হাতে বাজে অগ্নিবীনা
কন্ঠে গীতাঞ্জলি
হাজার সুর্য পথের তারায়
আমরা যে পথ চলি।
(ভুপেনের গান)

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

বিচছু বলেছেন: কিছুদিন পরে ইহাও শুনা যাইতারে যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট আব্দুল বারেক ওবামা একজন দুরতম সম্পর্কের দিক দিয়া মুসলমান তাই তাহারা মাপ চাহিয়াছেন। B-)) B-)) B-)) ;)
পোসট ++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

অনিমেষ রহমান বলেছেন: খুক খুক !!
কি ভুল কইলাম?

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++ 'চামড়ার বন্দুক-বাতাসের গুল্লি'। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

অনিমেষ রহমান বলেছেন: ;) ;) ;) ;) ;)

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: :P :P :P ;) ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অনিমেষ রহমান বলেছেন: ;) ;) ;) ;) ;)
:P :P :P :P :P

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হাসতে হাসতে জান শ্যাষ দাদা।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~
রাগ করছি অনিয়মিত কেন? X(( X(( X(( X(( :-/

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২০

অনিমেষ রহমান বলেছেন: আস্তে ধীরে নিয়মিত হইমু।
;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.