নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আত্মকথা,বিদ্রোহের পান্ডুলিপি

অনিরুদ্ধ সিয়াম

অনিরুদ্ধ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

যখন বাবার কাছে একটা নতুন জামার জন্য আর্তনাদ করি এবং না পেয়ে ব্যথিত হই ঠিক তখনই জানালা দিয়ে তাকালে দেখতে পাই পাশের বাড়ির ছেলেটার তো পরার মত জামাই নেই. ওর মনে কি আমার চেয়ে বেশি কষ্ট হচ্ছে তাহলে. তখনই মানবতা এসে মনের কপাটে কড়া নারে, বলে যাও বীরদর্পে মানবের মাঝে, হও আগুয়ান আর্তের সেবায়. বন্ধু ও ছোট ভাইদের ডাকলাম একটি সংগঠন কি খোলা যায় না? যা অসহায় শিশুদের অধিকার নিয়ে কাজ করবে. যা কিনা ৫ বছরের শিশু ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হবে. যা কিনা সবার দোরে শিক্ষা পৌছে দিতে পিছ পা হবে না. অবশেষে দাড়িয়ে গেল Fight For Children http://m.facebook.com/ffc.org.bd/ . দীর্ঘ ১ বছর সমাজের সকল শিশুর অধিকার বাস্তবায়ন করে আসা এই সংগঠনটি আজ মাথা তুলে দাড়িয়েছে বিমূর্ত প্রতীক হয়ে. সমাজে এক দৃষ্টান্ত একে দিয়েছে. ২১ শে ফেব্রুয়ারী তার শুভ জন্মদিন উপলক্ষে রইলো শুভকামনা.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.