![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সিথী"
২০০৪ সালের রোজার মাস, রোজার শেষ দিকে ইফতারের দাওয়াত এর চিন্তার মাঝে অদ্ভুত এক অনুভূতি নিয়ে হঠাৎ সিথীদের বাসায় অঝর, দাওয়াত ছিল সিথীর স্যারের দেয়া। কিন্তু বহু বছর ধরে যার পিছনে ঘোর ঘোর করে অঝরের দিন কাটতো সেই নাম না জানা সিথীদের বাড়িতে দাওয়াত তা অঝর অনুমান করতে পেরেছিল। যাক শুভ সন্ধ্যায় যাদের পরিনয়ের সূচনা হয়েছিল তা দীর্ঘ এক যুগের পর দেউলিয়া হয়ে নির্বাসিত। ঘটনায় আসা যাক, বাহিরের গেট খুলে দেয়া সিথীর মা পড়ার রুম দেখাল, ঘরে ডুকেই মনের গহীনে লুকিয়ে থাকা সত্যার সামনে অঝর কি নিষ্পাপ নির্মোহ ভালবাসায় তাকিয়ে ছিল তা কল্পনা বিলাসী চোখই অনুমান করতে পারে। পরিচয় করিয়ে দেয়ার সময় সীথি হয়তো বুঝতে পেরেছিল, এই ছেলেটাই তার কপাল পুড়বে। ইফতার শেষ করার পর পড়াশুনা নিয়ে কথা বলতে বলতে অনেক সময় পেড়িয়ে গেল। বিদায় বেলায় অঝরের প্রশংসায় সিথীর মায়ের গুনগান শুনে হয়তো সিথী আরও বেশি শিহরীত হয়েছিল, সেই রাতে অঝরের ঘুম হয়নি, পরদিন ভোর বেলা অঝর বাড়ি ফিরলো মনের এক অন্য রকম আনন্দে..........
চলবে...........
©somewhere in net ltd.