নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

শেষ বার বিদায় (অদেখার হাহাকার)।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯



তোমার চেহারাটা ও আর মনে পড়েনা। শেষের বার বোরকার আড়ালে আমি এক পলকের জন্য হলে ও খুজে ফিরেছি জন্ম জন্মান্তরের ভালবাসায় মাখা মায়াবি মুখ খানি। দেখা হলোনা, অদেখায় আমার দেখার অাবেগ থামে ও না। ঘুরতে ঘুরতে হাজার মাইল পাড়ি দিয়ে হয়তো অজানাতেই সামনে এসে পড়বে তুমি, অপলক দৃষ্টি আমার না ফেলেই অতৃপ্ত মনের হাহাকার নেভানোর চেষ্টা তখন থাকবেনা। সেই অনেক দিনের না দেখা চোখে হয়তো দুই/একবার দৃষ্টিতেই প্রাণ জুড়াবে, মনের অন্ধকার বাতিঘরে একটু আলোর আভা ভেসে উঠবে, চোখের মাঝে সামান্য স্বপ্নটুকু হলে ও জাগবে, মনে আমার জাগরণের গানে ভুবন বিলাসী আবেগে কান্নার শব্দ তখন স্তব্ধ হয়ে যাবে মনেয়। শুধু তোমাকে না দেখার কষ্ট গুলো আমার সুখ জোগাবে জন্ম জন্মান্তর, আমার সর্বশেষ থমকে যাওয়া আমির মতো কিছু কল্পনায় বাস্তবতা খুজে পাবো। এই জন্যই না দেখা হোক, আশার বসতি গড়তে গড়তে ভালবাসা চলতে থাক তোমার আমার নীল রঙয়ে সাজানো সংসারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সামু ব্লগে আপনাকে স্বাগতম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

আনিছুর রহমান সুজন বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.