![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার ব্রেইনের আছে বলে মনে হয়না। ৩/৪ অংশ নষ্ট মাথায় কষ্ট ছাড়া কি আশা করা যায়? পাগলের দুনিয়ায় আমি ছন্নছাড়া অপ্রাকৃতিক বিকৃত। বেশি আশা করা বোকামি সত্যেও স্বপ্ন পূরনের স্বাদে মহাপাগল হয়ে গেলে হয়তো ফলাফল এমনই হয়। যাক, শ্রীকান্তের ভবঘুরে ফিরে বেড়ানোর ডাক দূর থেকে শুনা যাচ্ছে। বিদায় বলে দেয়াতো সহজই, কিন্তু শরীর মনে সব ম্যানেজ করা আমার জন্য আত্মঘাতী। দিন যেভাবেই যাক দিনের মতো, আমি আবার চলে দেখি আগের মতো, ফলাফল আমার বিপক্ষে যাবে যাক, শেষ সময়ে ভালো গ্রেডে পাশ করেই আর লাভ কি? শূন্যতায় হাহাকারের তৃপ্তি যখন অতৃপ্ত হয়ে সামনে এসে দাঁড়াবে তখন ৪ সেকেন্ডের ডিসিশনে যা হবার হবে। ভেবে ভেবে আর কাজ নেই, ভাবুক হওয়ার চেয়ে মৃত লাশের পরিস্থিতি কম কিসে? দুই-ই এক, শুধু নামের ব্যবধান।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হতাশাকে আমি কখনই পশ্রয় দেইনা।