নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

চেষ্টা থাকলে উপায় হয়।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭



T-Series মূলত গুলশান কুমার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ভারতীয় মিউজিক কোম্পানী, বর্তমানে শুধু ইউটিউব চ্যানেল থেকে মাসে সর্বোচ্চ 9600000$ এবং বছরে সর্বোচ্চ 101500000$ আয় করে। কেয়ামতের আগ পর্যন্ত এই আয় বাড়তেই থাকবে, এরা আবার সিনেমা পরিচালনা ও প্রযোজনার সাথে ও জড়িত, ইউটিউবের একটি চ্যানেলের ইনকাম এটি, অনলাইনে গানের স্বত্ব ব্যবহার করে আরও কতো ইনকাম হয় ওরাই জানে, এগুলো হলো মূলত ফাউ ইনকাম, মানে উদ্দেশ্যে অন্য কিন্তু অনলাইন থেকে এমনিতেই আসে। অনলাইন ঘাটাঘাটি করলে এমন আরও হাজার হাজার ওয়েবসাইট থেকে একটু মেধা খাটালেই আপনি-আমি সবাই ভলোই ইনকাম করতে পারি বা পারবো, সুতরাং আমার মতো যারা নিজেদেরকে বেকার বলে পরিচয় দেয় এরাই মেধাশূন্য এবং জাতির জন্য কলংক জনক। ফেসবুক/টুইটার/অ্যামাজান/আলিবাবা এমন কতোশত প্রতিষ্ঠান!!!! আমাদের দেশের পাঠাও এর কথাই ধরেন তিন বন্ধুর বুদ্ধির জোরে এখন ওরা কোথায়। কাজ খোঁজার চেয়ে নিজে কাজ তৈরী করতে পারাই সফলতা। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, এটা সামান্য একটা উদাহরণ মাত্র, চেষ্টা করলে আমরাও পারি, আমরাও পারবো, বদলে দিতে পারি নিজের জীবন, সমাজ, জাতি।

বর্তমানে এটি ইউটিউবে ১ম অবস্থানে আছে। তাই এটার উদাহরন দেয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.