নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

মাংস বেশি মানুষ কম।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৯



১) বয়স্ক মানুষ মানেই বুদ্ধিমান মানুষ না।

২) বংশ বলে একটা ব্যাপার আসলেই আছে। একটা বড় বংশের মানুষ একটা সীমা পর্যন্ত নিচু হতে পারে। নিচু বংশের লোকদের নীচতার কোন সীমা পরিসীমা থাকেনা।

৩) সমাজের সবাই সিলেবাস অনুযায়ী কাজ করেনা।
মা বলেই কেউ মমতাময়ী হবে বা বাবা বলেই কেউ দায়িত্বশীল হবে, এমন কোন কথা নেই।

৪) চুলদাড়ি পেকে যাওয়া মানেই স্বভাব পরিবর্তন হয়ে যাওয়া না। ওটা দেহের পরিবর্তন, মনের না। যেগুলি হারামি এবং কুটনা, বয়স বাড়লেও সেগুলি ঠিক তাই থাকে, ফ্লেভারটা গাড় হয় শুধু।

৫) নিজ ছেলেমেয়ের চেয়ে আত্মীয়ের ছেলেমেয়েকে প্রাধান্য দেয়া গাধামির চূড়ান্ত নিদর্শন মাত্র।

৬) লোভী লোক থেকে সাবধান, শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, এদের যুক্তিবোধ কাজ করেনা।

৭) শিক্ষিত লোক অনেক আছে, বড়লোকও অনেক আছে, তবে উচ্চ শিক্ষিত বড়লোক কম আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.