নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যয়ন মনুষকে সম্পূর্ণ করে তোলে, আলাপ-আলোচনা তাকে প্রস্তুত করে এবং লেখালেখির দ্বারা হয়ে ওঠে সঠিক - ফ্রান্সিস বেকন

আনিস৫১

বিভিন্ন বিষয় জানতে, শিখতে এবং তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ভালবাসি ।

আনিস৫১ › বিস্তারিত পোস্টঃ

বিষয় যখন Windows 7 (Windows Button )

২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:০৯

বিশাল ভুবন বিচরণ ভাল, তবে প্রয়োজনে অল্প সময়ে অতিক্রম করতে হয় বিশাল পথ। এজন্যে জানা থাকা দরকার মূল রাস্তার আলিগলি। তাই Shortcut হিসেবে WINDOWS BUTTON





১) এখন থেকে My Computer ওপেন করতে (7 এর জন্য শুধু Computer ) Windows Key চেপে ধরে E প্রেস করুন ; এ ক্ষেত্র মাউস আপাতত হাত থেকে মুক্ত ।



২) Run Command ওপেন চান তো ঠিক আছে , ধরুন Windows Key আর সাথে চাপুন R ।



৩) Search অপশনের জন্য চলে যান Windows Key + F এ ।



৪) Mobility Center গুলো নাড়াচারা করুন এভাবে Windows Key + X



৫) একই session থেকে পুনরায় ব্যাবহার করতে চাইলে Turn off ব্যতিত তাৎক্ষণিক ভাবে Lock করুন : Windows Key + L

৬)সহজেই Ease of Access ওপেন করুন আর নিজের ইচ্ছামতন অপ্সহন বাছাই করুন : Windows Key + U



৭) Projectors দেখতে চাইলে: Windows Key + P



৮) Taskbarএ থাকা Item গুলো দেখুন : Windows Key + T



১০) ঝামেলা ব্যতীত Windows Minimize করুণ : Windows Key + M



১১) Desktop Show অথবা Hide করতে চাইলে : Windows Key + D



১২) Current Window কে ডানে-বায়ে কিংবা Maximize- Minimize করতে চাইলে : Windows Key + Up



১৬) Taskbar এ থাকা প্রোগ্রাম ওপেন করুণ Windows Key চেপে ধরে (1,2,3…….) ইত্যাদি যত নাম্বার প্রেস করবেন ততো নাম্বার প্রোগ্রাম ওপেন হবে।

১৭)চলন্ত উইন্ডো কে বড় অথবা ছোটো ; যা ইচ্ছা তাই করুন Windows Key চেপে ধরুন আর প্রেস করুন প্লাস(+) অথবা (-)



১৮) একনজর desktop দেখতে চাইলে : Windows Key + Space

১৯) এবং সবার শেষে মজা দেখুন Windows Key + Tab ; কি দারুন ! তাই না ?



আরও জানতে খোঁজ করুনঃ- Click This Link Click This Link

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.