নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যয়ন মনুষকে সম্পূর্ণ করে তোলে, আলাপ-আলোচনা তাকে প্রস্তুত করে এবং লেখালেখির দ্বারা হয়ে ওঠে সঠিক - ফ্রান্সিস বেকন

আনিস৫১

বিভিন্ন বিষয় জানতে, শিখতে এবং তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ভালবাসি ।

আনিস৫১ › বিস্তারিত পোস্টঃ

Torrent:টরেন্টের মজা

২২ শে জুলাই, ২০১৪ রাত ১:২৫

Torrent কি ?



যেকোনো ফাইল, যেমনঃ অ্যান্টিভাইরাস, মুভি,সফটওয়্যার ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে এক জনের কম্পিউটার থেকে অন্যজনের কম্পিউটারে দেওয়া-নেওয়ার মাধ্যম ।



Torrent এ কিভাবে File Exchange করা যায় ?



Torrent এর মাধ্যমে File Exchange এর জন্য দুইটি জিনিস দরকার

১।Torrent client

২।Torrent tracker



Torrent client কি ?



এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে আপনি মুভি বা বিভিন্ন ফাইল Transfer করবেন অর্থাৎ upload or download করবেন ।

যেমনঃ μTorrent (মিউ টররেন্ট), BitTorrent ইত্যাদি ।



Torrent tracker কি?



Torrent tracker হচ্ছ ওয়েবসাইট, যেখানে আপনি ফাইলগুলি ডাউনলোড বা আপলোড করবেন।

যেমনঃThe Pirate Bay, KickassTorrents ইত্যাদি ।



তাত্ত্বিক বিষয়গুলি শেষ, এবার দেখা যাক Torrent এর মাধ্যমে কি ভাবে ফাইল ট্র্যান্সফার করা যায় ।

প্রথমেই আমাদের লাগবে একটা Torrent client, আমি μTorrent use করি, তাই এটা দিয়েই করা যাক।



μTorrent download করুন এখান থেকে

Download করা ফাইলটি এবার install করুন । install করা পর নিচের ছবির মত একটি window open হবে।





এই হলো আমাদের Torrent client, এটাকে minimize করে রাখুন



এবার ধরার যাক আমি একটা movie download করবো, ধরা যাক “Law Abiding Citizen (2009)” এই মুভিটা download করবো । এখন আমাদের কে Torrent tracker site গুলিতে যেতে হবে । আমি tracker হিসাবে KickassTorrents বাছাই করালাম । তাহলে KickassTorrents লিখে সার্চ দিন ।

তারপর KickassTorrents site open হওয়ার পর এর সার্চ বক্সে লিখুন “Law Abiding Citizen (2009)”







তারপর নিচের মতো একটা site open হবে।



স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন





এখানে আপনি খেয়াল করবেন কোনটাতে seed এবং leech বেশি আর ফাইল সাইজ কতো, চিত্রে লালা বৃত্ত করা । এখান থেকে আপনার পছন্দ মত সাইজের মুভিটা select করুন, তারপর magnet link টাতে ক্লিক করুন। উল্লেখ্য Seed zero (0) থাকলে download হবেনা, আর Leech zero (0) থাকলে connection পেতে দেরী হবে ।







স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন



তারপর চিত্রে উল্লেখ্যমত কাজ করুন







স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন



পরবর্তীতে নিচের চিত্রের মত dialog box এ টিক দিন এবং ok button press করুন।

ব্যাস, হয়ে গেলো কাজ শেষ, এবার torrent client এর দিকে তাকিয়ে দেখুন ধীরে ধীরে download speed বাড়ছে, আর কতক্ষন সময় লাগবে তাও উল্লেখ্য করবে।







স্পস্ট ছবি দেখতে ক্লিক করুন



ফাইল download শেষ হওয়ার পর আপনাকে notification করা হবে।

তো পাঠক enjoy করুন পছন্দের গান,মুভি আর প্রোগ্রাম। আরো কিছু জানতে কমেন্ট করতে পারেন ।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:১৩

ডি মুন বলেছেন: উপকারী পোস্ট

ধন্যবাদ আপনাকে।

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৭

আনিস৫১ বলেছেন: @ ডি মুন ভাই, আপনাকেও স্বাগতম ।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:১৬

নতুন বলেছেন: টোরেন্ট খুবই উপকারী.... এইটা না থাকলে কিভাবে মুভি দেখতাম...

কত কস্ট করতে হইলো যখন টোরেন্টের সম্পকে জানতাম না...

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৯

আনিস৫১ বলেছেন: @নতুন, ঠিক বলছেন, সিডি কিনতে হইতো, কিছু থাকতো অচল আবার কিছু নকল, এর-ওর কাছে প্যানড্রাইভ নিয়া দৌড়াদৌড়ি, প্যানড্রাইভে মুভি আর সফটওয়্যারের সাথে আসতো ভাইরাস। কি যে যন্ত্রণা .......। আবার নিজের পছন্দের জিনিস যেতনা পাওয়া ........আহা.................... সেই দিন শেষ ।

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৩

নতুন বলেছেন: ৮এমবি স্পিড.... কিছু মুভি তো ১০-১৫ মিনিটেও নামছে... :)

আগে কত ঝামেলা আর এখন ... টোরেন্টে খুইজা বাইর কর.. ডাউন্ডলোড দেও.... সকালে সব নাইমা রেডি হইয়া থাকে..

আমি মিউটোরেন্ট আর torrentz.com থেকে পাইরেট বে এর টোরেন্ট ভালা পাই...

আপনার চয়েস কোনটা?

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

আনিস৫১ বলেছেন: লেখক বলেছেন: @নতুন ভাই, আমার পছন্দ kickass torrent ,তবে এইগুলি আন্তর্জাতিক ট্রেকার তাই speed কম পাওয়া যায়। তবে local ট্রেকার থেকে প্রচুর speed পাওয়া যায়।
যেমনঃ torrentb, torrent 5 ইত্যাদি সাইট গুলা থেকে 1 upto 4 mbps speed পাই । আর isp তে মিডিয়া সার্ভার থাকলেতো আর কথাই নাই । উল্লেখ্য torrentbd account খুলতে invitetion লাগে, যদি invitetion এর দরকার হয় তবে comment এ আপনার email দিয়ে দিয়েন । আশা করি invitetion পাঠাতে পারবো , ভালো থাকুন ।

৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৭

টানিম বলেছেন: ভালো চালিয়ে যান । কিভাবে ডাউনলোড করব সেটা নিয়ে এখটা পোস্ট দিয়েন । ধন্যবাদ

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬

আনিস৫১ বলেছেন: @টানিম , ভাইরে আমি ডাউনলোড নিয়েই লেখাটা লিখছি, বুঝার সুবিধার জন্য যথোপযুক্ত চিত্রও দিয়েছি । আমার মনে হয় আপনি পুরোটা পড়েননি। তারপরও সমস্যা হলে নির্দিষ্ট ভাবে উল্লেখ্য করুন । মন্তব্য করার জন্য ধন্যবাদ

৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

সোহানী বলেছেন: ওফ্ দারুন একটা মেইল দিয়েছেন... অসংখ্য ধন্যবাদ........

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮

আনিস৫১ বলেছেন: @সোহানী , আপনাদের এক একটা কমেন্ট আমার মতো সাধারণ মানুষের জন্য বিশাল প্রেরণা । ভালো থাকবেন ।

৬| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

অশান্ত পৃথিবী বলেছেন: [email protected] ... Please send me torrentbd invitation

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আনিস৫১ বলেছেন: পাঠালাম, পেয়ে জানাবেন আশাকরি। ভালো থাকুন

৭| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: উপকারী পোস্ট। প্লাস।

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আনিস৫১ বলেছেন: @ প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু by সত্যজিৎ রায় , অনেক ধন্যবাদ ভাই কমেন্ট এর জন্য । ভালো থাকুন

৮| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: ভাই অবশ্যই ভাল টোরেন্ট সাইটের একাউন্ট চাইবো...

[email protected]

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

আনিস৫১ বলেছেন: invitation পাঠানো হলো । ভালো থাকুন

৯| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫২

আবু শাকিল বলেছেন: ইউ টরেন্ট ইউজ করি অনেক আগে থেকেই আজকে তার বহুবিধ ব্যাবহার জানলাম।
ভাল লাগল ।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯

আনিস৫১ বলেছেন: @আবু শাকিল, ভাই উচ্চারনটা হবে মিউ টররেন্ট , গ্রীক ১২তম অক্ষরের নাম μ(মিউ) । আরো জানতে দেখুন

Click This Link

১০| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪

সুমন কর বলেছেন: জানা ছিল।

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৯

আনিস৫১ বলেছেন: @ভাই সুমন কর , জানা থাকাই ভালো । যারা না জানে আশা করি তাদের কাজে লাগবে। ভালো থাকুন

১১| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪২

হেডস্যার বলেছেন:
জ্ঞান বিতরনের আগে জ্ঞান আহরন করতে হবে।
খালি ব্লগিং করলে হবে না, কথা বার্তা হুঁশ করে লিখতে হবে।

দেখে আসেন আমি ঠিক নাকি আপনি ঠিক।

পাঁচ মিনিটের জন্য আপনাদের সাহায্য চাই, ফেসবুকে গিয়ে দয়া করে সাহায্য করুন।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

আনিস৫১ বলেছেন:
@হেডস্যার, আপনার উক্তিগুলো
১। "জ্ঞান বিতরনের আগে জ্ঞান আহরন করতে হবে"
আমি আপনার সাথে একমত ।
২।"খালি ব্লগিং করলে হবে না, কথা বার্তা হুঁশ করে লিখতে হব"
আমি আপনাকে "আঘাত" করে কথা বলায় "দুঃখিত আর লজ্জিত" , আসলে "facebook" লিংকটাতে যাওয়ার পড় আমি " হতভম্ব" । তবে কারণ যাই থাকুক, আমি আপনাকে ''Hurt'' করে কথা বলে ফেলেছি, ভাই;এজন্য আমাকে নিজ গুনে ক্ষমা করবেন আশা করি ।
৩।"দেখে আসেন আমি ঠিক নাকি আপনি ঠিক"
জ্বি ভাই, আপনার কথা ঠিক , ওরা বলেছে "আমরা আপত্তিকর কিছু খুইজা পাই নাই।"
এক্ষেত্রে আমার বক্তব্য, এরা কিছু না খুইজা পাইলে এটা এদের ব্যর্থতা। তাই বলে কি কেউ আজে-বাজে কথা বললে আমি এর "প্রতিবাদ" কিংবা "বিরোধিতা" করবো না ?!
অবশ্যই করবো, আমি নিজেতো করবোই অন্য কেও উৎসাহিত করবো ।

ভালো থাকুন ।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কামের পোস্ট।+++++

কিন্তু ডাউনলোড করিনা খরচের চিন্তায়। একটা ভাল ছবি ডাউনলোড করতে গেলে প্রায় ১৭৫-৩৫০ টাকার মতো খরচ পড়ে।

ভাল থাকবেন। আপনার খবর কি? অনেক দিন পড়ে পোস্ট দিলেন। আমিতো মনে করছিলাম আর পোস্টই দিবেন না।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪০

আনিস৫১ বলেছেন: @বঙ্গভূমির রঙ্গমেলায় , নিজেকে একটু গোছাচ্ছি, ভালো থাকিস

১৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাড়িতে আসবেন কবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.