নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সুখেই যার অন্তহীন সুখ
আমার হাসিমুখ ভুলায় যার দু:খ
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
শুয়ে পাশে মাথায় হাত বুলানো
স্বপ্ন আশা ভরে বুকে জড়ানো
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
যখন অসহায় এক মানুষ ছিলাম আমি
সেবা, লালন,পালন; কপালে দিয়ে চুমি
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
মমতাময়ী নয়ন সদা খুঁজে ফিরে
তার প্রিয় খোকা কখন বাড়ি ফেরে
সে আমার মা, মা জননী
যাকে পেয়ে ধন্য আমি, ধন্য ধরণী
২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২
আনিসুর রহমান এরশাদ বলেছেন: আপনার ‘মা মানে স্মৃতির গভীর আকুলতা নিয়ে জাবর কাটা’ লেখাটা পড়েছি। ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
সুফিয়া বলেছেন: এই তো আমার আপনার মা
বিশ্বে যার তুলনা মেরল না।
Click This Link