নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধাত মানুষের দৃষ্টি-ক্যামেরায় নয়, খাবারের দিকে
নেই প্রাণপ্রাচুযতা, প্রাণচাঞ্চল্য, কমর্ব্যস্ততা-আহাজারি সবদিকে
মালিকের শোষণে অসহায় শ্রমিক;দু:খে ক্ষোভে ফেটে পড়ে
প্রিয়জন হারিয়ে শোকাহতরা যেন জীবন থাকতেও যায় মরে
লাল রক্ত, চোখের পানি আর দেহ গলে হয়েছে একাকার
যন্ত্রনা কাতর নিশ্চল নিথর দেহ তবু আকুতি বাচাঁবার
ওরা যেন জন্মেছিল মালিকের ভোগ বিলাসে মরিবার তরে
কারো বুক ফাঁটে বোবা কান্নায়,কেউ গগণবিদারি আহাজারি করে
মৃত্যুপুরী সাভার, লাশ আর লাশ,আহত পঙ্গুদের চিৎকার
জীবন বাচাঁতে এগিয়েছে মৃত্যুরপথে,শুনে মরণহুংকার
সীমিত শক্তি, নেই ধন সম্পদ, আছে সহজ সরল মনটা
মায়ার জালে বাধাঁ, আছে ভালোবাসা-বন্ধন,নেই প্রাণটা
একটি দুঘটনা মৃত্যু ঘটাতে পারে অনেক গুলো স্বপ্নের
একজনের সুস্থতা অবসান ঘটাতে পারে অনেকগুলো দ্বন্ধের
একটি প্রাণ বাচাঁতে পারে অনেকগুলো প্রাণকে
একটি লাশ ভাঙতে পারে অনেক সুখের নীড়কে
যার হাসিমুখ দেখে নয়ন জুড়াত, কথায় ভরে উঠত প্রাণটা
সেই পচেঁ গলে ছড়ায় দুগন্ধ: বের হয়ে যেতে চায় দমটা
যাকে কাছে পেলে আনন্দে নেচে ওঠত মনটা
তাকে পেয়ে কেউ অশ্রু সজল, কারো শুকিয়ে গেছে চোখের জলটা
হৃদয় ভরানো মমতা আর রঙীন স্বপ্নের জাল বুনা
একটি মৃত্যুই নি:শেষ করতে পারে হিসাব নিকাশের আল্পনা
সন্তান হারানো মা আর স্বামী হারিয়ে স্ত্রীর বিলাপ কিংবা এতিমের দু:স্বপ্ন
বিপন্ন মানবতা! ধ্বংসস্তুপ ছাড়িয়েও জীবনের প্রতিটি ক্ষেত্র সংলগ্ন
দিন যায়, রাত আসে, সন্ধ্যা নামে, জ্বলে সন্ধ্যাবাতি-থামেনা আতনাদ
সেই জোস্নার আলো, সূযোদয়ের পূবাকাশ-কিন্তু হাহাকার; দু:সংবাদ
ঘুমের মাঝে চমকে উঠা, ঘুম ভাঙে-নিরব উত্তেজনা
কখনও সরব হয়ে ওঠে আশপাশ! সহানুভূতি,সমবেদনা
করুণ বিলাপ, বেদনাত সুর, দু:সহ অতীত!কি ভয়াবহ স্মৃতি
প্রকৃত সত্য লুকানোয় অকল্যাণ
পরের বিপদে এগিয়ে না আসা স্বার্থপরতার প্রমাণ
দরিদ্রদের শোষণেই হৃদয়হীন অর্থশালীর বড়াই
স্বাধীনতা ও মুক্তি মানবিক, তাই মানবতার লড়াই
হৃদয়হীন করতে পারেনা বৃহত্তর কল্যাণ
ক্ষুধার্তকে খাদ্য না দেয়ায় মানবতারই অসম্মান
তৃষ্ণার্তকে নীতিকথা শুনানোর আগে দাও জল
মানবিক না হয়ে শুষ্ক নীতিবাক্যে পাবেনা ফল
আকাশে মেঘ, বৃষ্টির পানি-করে শত উপকার মানুষের
কাটলে খেজুর গাছ, পড়ে রস-কতই না মিষ্টি স্বাদের
আখ থেকে বের হওয়া রস, দারুণ স্বাদ! কত তৃপ্তি
পাহাড়ের ঝণা,গড়িয়ে পড়া জল-জুরায় নয়ন,ভীষণ স্বস্তি
তবে কি শুধু মানুষের চোখের জলেরই নেই কোন ফল?
আমার বিশ্বাস এই জল অথহীন-নিষ্ফল হবেনা
প্রতিবাদী সত্তা জেগে উঠবে,বাড়বে সাহস কেউ ভীতু রবেনা
সংগ্রামী হবে ,বিপ্লবী হবে, বাড়বে অমানুষদের মরণ হুংকার
শোক হবে শক্তি,শোষক জালিমের পতনের ঝংকার।
সবকিছুর দাম বাড়বে কেন শুধু মানুষের দাম কমবে
রক্ত আর লাশের উপরে কেন বিত্ত প্রাসাদ গড়বে
ঘাম, অশ্রু, রক্ত মিলে যে কমযজ্ঞ চলবে
সেখান থেকে লোভী স্বাথপর কেন বিলাসী জীবন গড়বে?
জীবনের দামে জীবিকা কিনবে-এ নিষ্ঠুরতা চাইনা
জীবন নিয়ে ছিনিমিনি খেলা দেখাটা প্রাণে সয়না।
যারা মানুষ আসুন দাড়াতে মানুষের পাশে, দ্রুত আসুন
নিষ্ক্রীয় থেকে নিমমতার স্বাক্ষী হওয়া থেকে বাচুন।
©somewhere in net ltd.