নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতার জোরে বহু জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া যায়
গেটে তালা ঝুলিয়ে জিম্মি করে জীবন্ত পুড়িয়ে মারা যায়
ঝুকিঁপূণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়েও কাজে বাধ্য করা যায়
কিন্তু পাপের প্রায়শ্চিত্ব হবেই; অপরাধ কি লুকানো যায়?
স্বাথের লোভে মানুষের বুকে অস্ত্রধারী গুলি চালাতে পারে
পদোন্নতির আশায় অপরাধী সাজিয়ে ফাঁসির আদেশ দিতে পারে
আহত-রোগাক্রান্ত অসহায়কে ভুল চিকিৎসায় মারতে পারে
কিন্তু কেউ কি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে পারে?
খাবারে ভেজালে মানুষের ক্ষতি; মুনাফা বেশি হয়
মিথ্যার আশ্রয়ে খাটিত্ব,বড়ত্ব,শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়
স্বাধীন মুক্ত মানুষকে জবরদস্তি করে ক্রীতদাসসম করা হয়
কিন্তু সত্য গোপন করে বড় অজনে কেউ কি কখনো মহৎহয়?
আমি ফিনকি দিয়ে পড়া টগবগে লাল রক্তের বন্যা দেখে বলছি
মানুষের রক্তে রঞ্জিত হাত নিয়েও বেঁচে থাকা যায় তবে বাঁচার মত বাঁচা যায়না
মানুষের মত বাঁচতে হলে মনুষত্ব বজিত হিংস্র জানোয়ার হওয়া যায়না
হৃদয়ে রক্তক্ষরণ বাড়িয়ে রাজকীয় প্রাসাদেও শান্তি নিয়ে নিরাপদে ঘুমানো যায়না
কেন বিনাবিচারে মরে গিয়ে প্রমাণ করতে হবে তার বাঁচার কোন অধিকার নেই
শ্রম কিনেছ মানে কি জানও কিনেছ? কেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই?
যার ঘামে,শ্রমে,মেধায়-অথবিত্ত আর বিলাসিতা;তার জানমালের নিরাপত্তা নেই?
মুখোশে ঢেকে ফেলবে সব! রেহাই পাবে? মানুষ আজ আর অত বোকা নেই
প্রতিজ্ঞা ভঙ্গের খেলায় মানুষ ঠকিয়ে প্রতারক নিজেকে চালাক ভাবে
মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানো কিংবা প্রহসনে জেতায় সাফল্য ভাবে
কিন্তু সবকিছু এড়ানো যায়না, লুকিয়ে রাখা যায়না, একদিন সত্যটাই প্রকাশ পাবে
কেন একজনের ক্ষমতা-অথ-ভোগের লোভে অন্যজন প্রাণ দিয়ে খেসারত দিবে?
প্রতিবাদী হওয়া মানে কি চুরি করা?মানুষ কি মশা-মাছি? সাপ মারার মত মারবে?
চোর-ডাকাত মারার মত ক্ষোভে ফুঁসে উঠা জাগ্রত জনতাকে দমন করবে!
জনগণ শাসন করতে রায় দিয়েছে শোষণ করতে নয়;গণতন্ত্র স্বৈরতন্ত্র নয়
নিবাচনে বিজয়ী হলেই কি মানুষ মারার বৈধ লাইসেন্স পাওয়া হয়?
নিবাচনে হারলেই কি জ্বালাও, পুড়াও? যেন কারো বাবা কিংবা স্বামীর সম্পত্তি এদেশ
দেশের বিরুদ্ধে যেয়ে দেশপ্রেমিক-মানুষের বিপক্ষে যেয়ে মানবপ্রেমিক হবার বেশ
সাধারণ মানুষ কি ছাগলের তিন নম্বর বাচ্চা? খেলার পুতুল নাকি দাবার গুটি
মানুষ মেরে বীরত্ব!মনুষ্য সমাজে! বনে যাও!বন্ধু বাঘ-সিংহ-হায়েনা যাবে জুঁটি
একজন মানুষ সমান একটি বুলেট! মানুষের জীবনের দাম কি বুলেটের সমান?
হিসাব কষবে-কতজন মানুষ মারতে কত টাকা লাগে? এযে মানবতার অপমান!
মানুষের সেবা করতে এসে তুমি মানুষ মারার বাজেট কর!লাশ ফেলতে অস্ত্র ধর!
একটি লাশ সমান বিশ হাজার!একহাজার লাশ সমান কত?-ক্যালকুলেটার ধর..
এসব ভন্ডামি দেখে শয়তান হাসে!হালাকু-চেঙ্গিস-হিটলারের আত্মাও লজ্জা পায়!
আবু জেহেল-আবু লাহাব কিংবা মীর জাফর-ঘসেটি বেগমের আত্মা শান্তি পায়!
স্বৈরাচার,জমিদার,নীলকররা অট্টহেসে বলে আমরা ছিলাম ভাল!ছি এত খারাপ!
আসলে মানুষের মূল্য কি অথমূল্য বিচার করা যায়? আনন্দতো সৃষ্টিতে, নয় ধ্বংসে।
আদৌ কোন মানুষ কি কখনো মানুষের জীবনের বিনিময় দিতে সক্ষম হয়?
কৃতিত্ব যতটা বাঁচায়ে রাখায় মেরে ফেলায় অতটা নয়।
প্রাণ কেড়ে নিলে প্রাণহীন দেহ! ক্ষতিপূরন কখনো কি যৌক্তিক হয়?
মানুষের বিরুদ্ধে দাঁড়ালে মিলেনা মুক্তি,আসেনা সুখ,হয়না জয়:বাড়ে ভয়-সংশয়!
আসলে মানুষের বিপক্ষে দাঁড়ালে কখনো স্রষ্টার পক্ষে দাঁড়ানো হয়না
রক্তপিপাসু হয়ে নৃশংসতা নিয়ে মানবতাবাদী হওয়া যায়না
অশ্রুসিক্ত করে,রক্ত ঝরায়ে,লাশের স্তুপ ফেললেই প্রকৃত বিজয় আসেনা
হত্যা,খুন,গুম,অপহরণে-বাহাদুরী নেই,শুধুই উপচে পড়া ঘৃণা
কেঁদে যতটুকু জেতা যায় কাঁদানোতে ততটুকু নয়
রক্ত দিয়ে যতটুকু জেতা যায় রক্ত নেয়াতে ততটুকু নয়
জীবন দিয়ে যতটুকু জেতা যায় জীবন নেয়াতে ততটুকু নয়
যারা দু:খ বাড়ায় ওরা পরাজিত,অভিশপ্ত,অপমানিত;সভ্য নয়
প্রতিটি প্রাণের জন্যে একজন মায়ের গভধারণ-প্রসব বেদনা;ভাবতে কি পারবে?
জীবিত মা কিংবা মৃত মায়ের আত্মা সন্তানের হত্যাকারীকে অভিশাপ দিবে
সন্তানের বাবা হবার স্বপ্ন পূরণের আনন্দে লালন পালনের কষ্ট ভুলেছিল যিনি
জীবিত পিতা কিংবা মৃত পিতার আত্মা ছেলের খুনীর ওপর অভিশাপ বষণ করবে
বুক খালি হওয়া মা-বাবা, বিধবা স্ত্রী,এতিম সন্তান,নেতা হারানো কমী-কেউ সইবেনা
নিযাতনের পথে মজলুমরা সবাই দানবের ধ্বংস কামনা করবে; তাকে মানবেনা
শিশু,নারী,বৃদ্ধ কিংবা তরুণের প্রাণস্পন্দন থামিয়ে দিতে যার হাত কাঁপেনা
কাঁপবে অন্তরাত্মা যখন দাড়াবে জনসাধারণের কাতারে;ক্ষমতার মসনদে থাকবেনা
একদিন আসবে সে সময় যেদিন জীবনের দামে জীবিকা মানুষ কেনবে না।
©somewhere in net ltd.