নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

মানুষের জন্যে ভালবাসা

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৪

আমি কবি হবার জন্যে কবিতা লিখতে বসিনি

আমি কবিতা লিখেছি, আবৃত্তিও করেছি

কারণ আমি মানুষকে ভালবেসেছি

আমি গায়ক হতে গান গাইতে শিখিনি

আমি গান লিখেছি,গান গেয়েছি

কারণ আমি মানুষকে ভালবেসেছি



ঐ সুনীল আকাশের জন্যে কেউ জীবন দেয় না

মানুষকে ভালবেসে জীবন দেয়

নিমল বাতাসকে ভালবেসে প্রাণ বিলায় না

মানুষকে ভালবেসে প্রাণ বিলায়

সাগরের ভালবাসায় মৃত্যঝুঁকি নেয় না

মানুষকে ভালবেসে মৃত্যুকে বরণ করে

পাহাড়কে ভালবেসে রক্ত দেয় না

মানুষকে ভালবেসে রক্ত দেয়

ফুলকে ভালবেসে চোখের পানি ফেলে না

মানুষকে ভালবেসে অশ্রু ফেলে



এটাই সত্য মানুষ মানুষের জন্যে

সবার উপরে মানুষ, সেরা এই ধন্যে

মানুষের যত ত্যাগ মানুষের জন্যে

অক্লান্ত পরিশ্রম,সাধনা,প্রচেষ্টা

আর কারো জন্যে নয়

মানুষকে ভালবাসলেই স্রষ্টাকেও ভালবাসা হয়।



ভালবাসা কোন বিশেষ ব্যক্তির জন্যে নিদিষ্ট নয়

বিশেষ সময়ের মাঝে আবদ্ধ নয়

বিশেষ সীমানার মধ্যে কেন্দ্রীভূত নয়

অফুরন্ত,অসীম,অনন্তকালের জন্যে



জগতের সকল প্রেমের মাঝে মানব প্রেমই সেরা

মানুষকে ভালবাসলেই জগৎকে ভালবাসা হয়

সৃষ্টির সেরা মানুষের পক্ষে দাড়ানো

স্রষ্টার পক্ষে কাজ করারই শামিল

মানুষের বিরুদ্ধে দাঁড়ানো মানে স্রস্টার বিরুদ্ধে দাঁড়ানো

এ ক্ষমার অযোগ্য অপরাধ।



মানব প্রেমিক না হয়ে প্রকৃতি প্রেমিক হওয়া অথহীন

মানব প্রেমিক না হয়ে সাহিত্য প্রেমিক হওয়া মূল্যহীন

মানবপ্রেমিক না হয়ে জগৎ প্রেমের মূল্য নেই

মানব প্রেমিক না হলে জীবনকে ভারবাসার মানে নেই

মানব প্রেমিক না হলে কমের কোন ফল নেই

মানব প্রেমিক না হলে সাধনা কিংবা অজনের কোন মূল্য নেই



আমি জানতে চাইনা-

তুমি-পরিবেশবাদী,সাম্যবাদী,পুঁজিবাদী,বৈরাগ্যবাদী,নারীবাদী নাকি যুক্তিবাদী

তুমি-গণতন্ত্রী,সমাজতন্ত্রী,রাজতন্ত্রী নাকি স্বৈরতন্ত্রী

তুমি-আধুনিক নাকি উত্তরাধুনিক

তুমি-মক্কাপন্থী,মস্কোপন্থী,চীনপন্থী নাকি ভারতপন্থী

তুমি-হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান,হিন্দু,ইহুদি নাকি মুসলিম

আমি জানতে চাই-

তুমি-দেশপ্রেমিক,মানবপ্রেমিক,বিশ্বপ্রেমিক কিনা

তুমি-মানবতাবাদী,নি:স্বাথপর,উদার কিনা

তুমি-মানুষকে ভালবাস কিনা?

তুমি-সবসময় মানুষের মঙ্গলে নিবেদিত থাক কিনা

তুমি-মানুষের কল্যাণে, মানুষের পক্ষেই দাঁড়াও কিনা

কারণ-মানুষের বিপক্ষে যে দাঁড়ায় সে আর মানুষ থাকেনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.