নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

পথিকের পথচালা

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

এক সুদীঘ পথ পেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছি,

জানি অতিক্রান্ত পথ যাত্রাপথ হবেনা কখনো।

পথের শুরু ও শেষ জানা নাই তবু চলেছি,

ক্ষণকালীন এই অস্তিত্ব;চিরস্থায়ী কিছু হয়নি এখনো।



পেছনের পথ ছিল ভাঙ্গা গড়ার খেলা,

কখনো কুসুমাস্তীণ কখনো বা কন্টকাকীণ।

সামনে রয়েছে এক অজানা পথ,চলে যাচ্ছে বেলা,

পথ যাত্রায় নানান স্বপ্নালোক দেখেছি,বহু বণ্।



থামেনি গতি; দৃষ্টি নিরাপদ নিশ্চিত গন্তব্যের পানে;

শত সংকটময় দুগম পথেও যাত্রা বিরতি হয়নি কখনো।

সসীম যেন অসীমের দিকে,পেছনে নয় সম্মুখপানে;

এ পথের সীমান্ত নেই, পেরোয়নি সবটুকু পথ এখনো।



অতীতে কত অশ্রু প্রেরণা হযেছে,

কত লাল রক্ত হয়েছে শক্তি।

কতজন শুধু জীবনের বিনিময়ে জীবন খুঁজে ফিরেছে,

ক্ষণিকের মোহ, দুনিয়ার চাকচিক্য-ছিলনা ভক্তি।



সুনিদিষ্ট গন্তব্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ ছিল,

অন্যদিকে দৃষ্টি ফেরাতে পারিনি।

এমন এক পথিক যার পাওয়ার আকুলতা ছিল;

হারানোর ব্যাকুলতা ছিলনা; আঘাতে ভেঙ্গে পরিনি।



হতাশার গ্রানি কিংবা সাফল্যের ভয় -

আমাদের দমাতে পারেনি।

অপ্রতিরুদ্ধ গতিতে সামনে চলায়-

কোন বাঁধা নিশেধ মানিনি।

জেনেছি মৃত্যুই জীবনের নব অধ্যায়।



বিশ্বাসের শক্তিতে চালিত কোন পথিক-

অজানা পথকে ভয় পায়না,

অজন ও হারানোর মাঝে ভেদাভেদ সে গড়তে দেয়না।

একজন পথিকের কাছে তার গন্তব্যে পৌঁছার পথটাই বড়।



পথে অটল অবিচল পথিকের কাছে-

নিমোহ ছুটে চলার গতিই মূখ্য,

প্রশংসা, তিরস্কার সমান তার কাছে-

অনন্ত সুখেই কেবল শীতল হবে বক্ষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.