নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম প্রশ্নের ভিন্নরকম উত্তর: অবাক বন্ধু

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

একদিন পুকুরের পাশ দিয়ে হাটতেই প্রায় দশ বছর পর স্যারকে দেখলাম।

সালাম দিতেই জিজ্ঞালেন- কি লেখা পড়া শেষ করেছো?

-মাস্টার্স শেষ করেছি এমফিল পিএইচডি বাকি স্যার।

পড়েছো কি মাথার জোরে নাকি টাকার জোরে?

-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে।

এখন কি দুই পা নাকি চার পা?

-বউ পড়েছে ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞানে।একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছে।

পকেট ঠান্ডা নাকি গরম থাকে?

-মাঝেমাঝে ঠান্ডা আবার মাঝে মাঝে গরম স্যার।

যখন গরম থাকে প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু দিস।

-ঠিক আছে চেষ্টা করবো। দোয়া করবেন স্যার।



স্যার থেকে বিচ্ছিন্ন হতেই আমার সাথে থাকা বন্ধুর চক্ষু যেন চরকগাছ! সে আমাদের কথোপকথনে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল-স্যার কি জানতে চাইলো আর তুই কি জবাব দিলি কিছুই বুঝলাম না।আমরা ছোটবেলায় স্যারের কথা যেমন অনেক সময় ঠিক বুঝে উঠতে পারতাম না;বন্ধুর সেই দশা দেখে বেশ মজা পেলাম।বললাম-পড়েছো কি মাথার জোরে নাকি টাকার জোরে?-এর মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এখন কি দুই পা নাকি চার পা?-এর মানে আমি কি বিবাহিত নাকি অবিবাহিত।পকেট ঠান্ডা নাকি গরম থাকে?-মানে আয়রোজগার কিছু করি নাকি বেকার।যখন গরম থাকে প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু দিস।–মানে আয়রোজগার ভাল হলে প্রতিষ্ঠানের ফান্ডে টাকা পয়সা অনুদান দিতে বললেন। আমার স্যারের প্রশ্ন আর আমার ব্যাখ্যা শুনে বন্ধুতো অবাক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

১০১টি নীলপদ্ম বলেছেন: ও আচ্ছা। এখন বুঝতে পারছি। প্রাইভেট মানেই "টাকার জোর।" আবার সেই পুরান কাসুন্দির কথা মনে পড়ে গেল! আসলে ভাই, আমার কপালটাই খারাপ, সবাই ভাবে প্রাইভেট এ টাকা দিলেই সব হয়ে যায়, আর আমি বোকাবলদ পড়াশুনা করেই তবে সার্টিফিকেট নিলাম। হায় কেউ আমাকে টাকা কোথায় ঢালতে হয় বলল না...

তবে আপনার আর স্যারের বুদ্ধিবৃত্তিক আলাপ টা ভালই হয়েছে!!

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

আজীব ০০৭ বলেছেন: আপনার আর স্যারের বুদ্ধিবৃত্তিক আলাপ টা ভালই হয়েছে!!

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

হাসানুর বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.