নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সব অর্জন ম্লান হয়ে যায়-
মায়ের ভালবাসার কাছে।
আমার সব দু:খ দূর হয়ে যায়-
মাকে পেলে পাশে।
চোখের অশ্রু আচলে মুছে-
মুখে হাসি ফুটিয়েছে মা।
পিঠ চাপড়ে উৎসাহ জুগিয়েছে-
নতুন স্বপ্ন দেখিয়েছে মা।
মা যে আমার চোখের মণি,
আমার ভালবাসার ধন।
মা যে আমার প্রানের ধ্বনি,
জুড়ে থাকে হৃদয় মন।
আর কেউ নেই মায়ের মতন,
সবচেয়ে প্রিয় মা।
পৃথিবীর সব মণি মুক্তা রত্ন-
সব থেকে দামি মা।
যার কাছে গেলে নিজেকে-
সবচেয়ে সুখি মনে হয়।
যার হাত মাথায় পেলে-
স্বর্গসুখ পেয়েছি বোধ হয়।
মা ছাড়া আর বলো কে আছে-
যে আমায় নিয়ে ভাবে?
তাইতো মায়ের ভালবাসার কাছে-
জগতটাকেই তুচ্ছ মনে হবে।
©somewhere in net ltd.