নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

আমি বাস্তবতার কথা বলছি

০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০

অনেকগুলো শূণ্য যোগে-

শূণ্যের বেশি তুমি পাবেনা।

পাতা ঝরে গেছে,ডাল মরে গেছে-

এমন গাছে ছায়া হবে না।



শুষ্ক-মৃত খেজুর গাছের কাছে-

রসের আশায় কেউ যাবে না।

কাঠ ফাঁটা রোদে দাড়িয়ে কখনোই-

বৃষ্টিতে ভেজার স্বাদ পাবে না।



ফুটো নৌকা জলে ভরে যায়-

ভাসতে নাহি পারে।

অন্যকে তীরে নিতে সে নাহি পারে-

যে নিজেই ডুবে মরে।



নেই সিঁড়ি কিংবা বাহন-

তবু আকাশ ছুবার স্বাদ যার;

গাছের মৃত ডাল ধরা ব্যর্থ চেষ্টা-

পড়ে যাওয়া থেকে রক্ষার।



এখনো দেখেনি আকাশ যিনি-

বুঝবে কি তিনি আকাশের বিশালতা?

হাটতেই শিখেনি এখনো যিনি-

তার অলিম্পিক জয়ের স্বপ্ন দেখা বৃথা।



যার কাছে সাগর নাকি নদী কে বড়-

সেই ধারণাই নেই;

তাকে বিশ্বজয়ী বীরপুরুষদের-

গল্প শুনাতে নেই।



হিমালয়সম স্বপ্নদর্শীর থাকতে হবে-

হিমালয়সম দৃঢ়তা।

সাধনা না বাড়ায়ে উন্নতির কথা-

অঝথা কথার কথা।



যার সাধ্য আছে অল্প-

তার কাছে কেন বৃহৎ আশা?

পারবে নাকো সিংহের সাথে-

লড়তে কভু মশা।



তারপরও বলবো এসো-

অন্ধকারে আলোর প্রদীপ জ্বালি।

হতাশা ভুলে মানুষের কল্যাণে-

একসাথে পথ চলি।



ভুলে কি গেছো-

হোঁচট খেয়ে হাঁটা শেখার কথা।

ব্যর্থতা ছাড়াই সফল হবে-

এমন আশা বৃথা।



বাদলা দিনে ছাতার মূল্য-

অন্য সময়ের চেয়ে বেশি।

সময়ের কাজ সময়ে করলেই-

থাকতে পারবে হাসিখুশি।



লিখতে সহায়ক বলেই-

কলমের এত দাম লেখকের কাছে।

কালি ফুরালে মূল্যহীন কলম-

ডাস্টবিন ছাড়া কি উপায় আছে?



এজগতকে যদি কিছু দিয়ে যেতে পার;

তবেই তুমি জগতের কাছে মূল্যবান।

না দিয়ে শুধু নিয়ে গেলে আর-

ঠেকাতে পারবে না মানুষের অপমান।



মানুষের জন্যে এ’বিশ্ব জগৎ-

স্রষ্টার উপহার জানবে।

ভোগের সুখে দায়িত্ব ভুলা-

বড় অকৃতজ্ঞতা এটা মানবে।



তুমি যদি বল পার হবে নদী-

ভেজাবেনা হাটু জলে।

বিকল্প উপায় করে নিতে হবে-

এটা যেয়ো নাকো ভুলে।



নগণ্য মানুষ বড়ত্ব দেখায়-

সংকীর্ণতার বেড়াজালে পড়ে।

ছোট হয়েও যে বড় হওয়া যায়-

উদারতার পথ ধরে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.