নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

অন্যকে ক্ষমা কর, নিজেকে না

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

সাইরাস বলেছিলেন-অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। যদিও অনেকেই ঠিক এর উল্টো কাজটা করে অর্থাৎ নিজেকে বারবার ক্ষমা করে কিন্তু অন্যকে একবারের জন্যও ক্ষমা করে না।

অন্যের সমালোচনা করতে যেয়ে বা অন্যকে মূল্যায়ন করতে যেয়ে অনেকে ভুলেই যান- সেও একজন মানুষ, তারও আবেগ আছে, বিহ্বলতা আছে, দুঃখ আছে, উচ্ছলতা আছে, হর্ষ আছে, বিক্ষুব্ধতা আছে, চাঞ্চল্যও আছে- সবকিছু মিলিয়েই তিনি মানুষ। অথচ নিজের ক্ষেত্রে বিবেচনা ঠিক উল্টো।

সঠিক পন্থা হচ্ছে- অন্যের কাছে যা প্রত্যাশা করা হয়, নিজেকে অন্যের কাছে সেভাবেই উপস্থাপন করা। তা না করার কারণেই আমাদের দেশে সবচেয়ে সাপ্লাই বেশি পরামর্শের আর সবচেয়ে ডিমান্ড কমও পরামর্শের। প্রয়োজন নেই উৎসাহী সমালোচকের, দরকার উত্তম আত্মসমালোচনাকারীর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.