![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....
আমি লাশ; কবর থেকে বলছিঃ
লাল পিপড়া যখন আমার শরীর বেয়ে
তোদের দিকে দাবিত হচ্ছে
তখন আমি শিউরে উঠছি।
আমার হাড়গুলো সব অস্থির;
অস্থির এই কারণে;-
লাল পিপড়া যতই সুন্দর হোক
আমি জানি তারা কত বিষাক্ত!
আমি আমার পাক সার জমিনে
তাদের কথা বলেছি,
এরা খেয়ে ফেলে মানচিত্র; পুরো কাঠামো;
সম্পূর্ণ মুক্ত চিন্তা এদের কাছে বন্দী।
এরা ধংসাত্মক, এরা ব্যবসায়ী-
খারাপ ব্যবসায়ী, কালো বাজারি।
এরা দাবানল
মুহূর্তেই খেয়ে পেলে সবুজ বন
এদের কালো থাবায় গর্ভের শিশুও
দুঃস্বপ্ন দেখে।
এদের থেকে সাবধান
সুন্দর চেহারার আড়ালে তারা
ভয়ংকর শয়তান।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৮
মো:মেফতাহুর রহমান মেফতু বলেছেন: ধন্যবাদ তানজীর।কবিতাটা আগেই পড়েছি।