![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই কি ভুলে গেছে BDR এর সেই শহীদ সৈনিকদের? আজ কি শাহবাগ একবার নীরব হবে না তাদের স্বরনে? একবারও কি শুনতে পাবোনা হায়দার হুসেন এর কণ্ঠে .........
আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
মরে যওয়া স্বপ্ন বলেছেন: মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: সবাই ধিক্কার জানান আমি ও জানাই .......... যা হয়েছে খুবই খারাপ হয়েছে আমি ও শোকাহত কিন্তু তার পর যে অবিচার হয়েছে তা কি কাম্য ছিল?
কিন্তু আজ ৪ টি বছর ধরে ৭৪ টি প্রানের বদলে ৫০০০+ সৈনিক ও তাদের পরিবার যে নিদারুন কষ্ট এ আছে তার খবর কি কেউ রেখেছে??
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
ভোলার ডাইরী বলেছেন: শাবাস বেলুন উড়ানোর দল
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
ইসপাত কঠিন বলেছেন: মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: সবাই ধিক্কার জানান আমি ও জানাই .......... যা হয়েছে খুবই খারাপ হয়েছে আমি ও শোকাহত কিন্তু তার পর যে অবিচার হয়েছে তা কি কাম্য ছিল?
কিন্তু আজ ৪ টি বছর ধরে ৭৪ টি প্রানের বদলে ৫০০০+ সৈনিক ও তাদের পরিবার যে নিদারুন কষ্ট এ আছে তার খবর কি কেউ রেখেছে??
দয়া করে আপনি শোকাহত এই মিথ্যা বলবেন না। আপনি মোটেই শোকাহত না। ৫০০০+ সৈনিকের পরিবারের নিদারুন কষ্টের জন্য দায়ী কে? যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে, তাই নয় কি? আর অবিচার কি হলো? বিদ্রোহ করেছে, শাস্তি পেয়েছে। বাহিনীতে বিদ্রোহীদের কোন স্থান নেই। আপনি যতই চিৎকার করতে চান করেন। তারা শেখ সেলিম, তাপসের কাছে যেতে পারলো, তাহলে বিডিআরের (বর্তমানে বিজিবি) ডিজি'র কাছে গেলনা কেন? ৭৪টা প্রান কি আপনার কাছে ফাজলামো মনে হচ্ছে? মাথায় শাহবাগ আন্দোলনের ব্যানার বেঁধে এই ধরনের কথা বলতে আপনার বাধলো না? আপনি কি যুদ্ধাপরাধীদের পরিবারের খবর রেখেছেন? রাখেন নি, কারন তারা অপরাধী। তাহলে এই ৫০০০্ তথাকথিত সৈনিকের পরিবারের জন্য হাহাকার করে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন?
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: ইসপাত কঠিন আপনি কি ঐ দিনে পিলখানা য় ছিলেন ??
আপনাকে আমি বলি ১৯৮৫ সালে আমার জন্ম ঐ পিলখানায় ..... জীবনের সবটুকু সময় কাটিয়েছি ঐ পিলখানাতে ... ও খানকার মাঠে খেলে আমি বড় হয়েছি । আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ও বিডিআর এ কর্মরত ছিলেন জীবনের ৫৭ টি বছর (আমার পোস্ট পড়লে জানতে পারবেন) ।
এবার আসি ঐ দিন ও আমার পরিবার এবঙ আমি পিলখানায় অবস্থান করেছিলাম নিজ বাসায় নিজের সামনে অনেক কিছুই দেখেছি বাট বরার কিছু নেই।
ভাই আমি আপনাকে শুধু এই টুকু বলব হত্যাযঞ্জ চালিয়েছে গুটি কয়েক ৫০-৬০ জন একটি দল যা পরবর্তী বেচে যাওয়া আর্মি অফিসার দের বক্তব্য শুনলে ই বুঝতে পারবেন।
এবার আমি অপরাধ এর কথা নিরপরাধ কে সাজা দেওয়া কি অপরাধ নয়?
আপনি আগ্রহী থাকলে আমার সাথে সাক্ষাৎ করে দেখতে পারেন আমি আপনাকে তথ্য প্রমান সহ দেখাবো যে নিরপরাধ ও সাজা পাচ্ছে।
আপনি কি তাহলে মানবেন ?
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
মিশনারী বলেছেন: আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...
এই সরকারের আমলে কোন বিচার হবে বলে আমার মনে হয় না । রাজাকার মন্ত্রী রেখে যেমন রাজাকারের বিচার হয় না । তেমনি আর্মি অফিসারদের সাথে ষড়যন্ত্রী কারি রেখে বিডিয়ারের (বর্তমানে বিজিবি) বিচার কোন মানে হয় না ।
আমি জীবনে একটা দিন বড় কষ্টের ছিল, সেইটা হল এই শ্রেষ্ট আর্মি অফিসারদের এভাবে হত্যা করা । এইটা আমি কোন ভাবে মেনে নিতে পারি না ।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
ইসপাত কঠিন বলেছেন: মিঠুন বিশ্বাস @ আপনার দৃষ্টিভংগীটাই ভিন্ন। একটি সুশৃংখল বাহিনীর সদস্যের সন্তান হলেও আপনার বোধ হয় জানা নেই যে বাহিনীতে বিদ্রোহের কোন সুযোগ নেই। ৫০/৬০ জন খুনী হতে পারে। কিন্তু বাকীরা নিশ্চয়ই সাপলুডু খেলছিলো না। ব্যালিস্টিক টেস্টে কয়েক হাজার অস্ত্র হতে গুলিবর্ষনের আলামত পাওয়া গিয়েছে। তাহলে কারা একাজ করলো? সুশৃংখল বাহিনীর সদস্য হয়েও কেন তারা বিদ্রোহে বাঁধা সৃষ্টি করতে পারলেন না?
আইনে এ্যাবেটর বলে একটি বিষয় আছে। ব্যাপারটা মনে রেখেন।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @ ইসপাত কঠিন না ভাই আমার দৃষ্টিভংগীটা ভিন্ন নয়। আপনি সেইদিন ওখানে ছিলেন কি না জানি না আমি ছিলাম তাই আপনাকে বলি অনেক বিডিআর সদস্য ই জানত না আসলেই দরবার হলে কি হয়েছে। কতজন মারা গেছে । আর ব্যালেষ্টিক পরীক্ষার কথা বলেন হ্যাঁ আপনার কথা সত্য তবে যেনে রাখেন আন্দোলন টা শুরু করে ছিল গুটিকয়েক জন যা পরে জমে থাকা ক্ষোভ হয়ে ছড়িয়ে পড়ে।
১. উপস্থিত ৮০% বিদ্রোহে অংশগ্রহন করে ছিল শুধুমাত্র আর্মি এ্যাটক এ আসবে বলে
২. সৈনিক রা মাইকিং করে ছিল যদি কেউ বিদ্রোহে অংশ না নিয়ে বাসায় বসে থাকে তাহলে তাকে রাস্তায় এনে গুলি করে মারা হবে।
৩. আপনাকে জানিয়ে রাখি বিডিআর সদস্য দের ১০০০+ এর মত আবাসিক কোয়ার্টার ছিল পরিবার সহ।
যদি পূর্ব পরিকল্পিত হতো ভাই কারও পরিবার কে কিন্তু কেউ ঐ দিন পিলখানার ভিতর রাখত না।
৪. লাশ আবিষ্কার আগ পর্যন্ত কিন্তু মিডিয়া দেশবাসী সবাই বিডিআর এর পক্ষে ছিল ।
আপনাকে একটা কথা বলি ধরেন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার একটি ছেলে পাশের এলাকার একটি ছেলে কে মেরে আসলো । পাশের এলাকার মানুষ যখন আক্রমান করতে আসবে ততক্ষন আপনি কি করবেন আপনি ও কি অংশ নিবেন ? না কি পালাবেন ? না কি কিছুই করবেন না?
যদি আপনি কিছুই না করেন আপনি ও কিন্তু আক্রমন এর হাত থেকে বাঁচবেন না।
ভাই বিচার যা হয়েছে তা প্রহসন ছাড়া আর কিছু না ।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
ইসপাত কঠিন বলেছেন: মিঠুন_বিশ্বাস_রানা @৮০% জওয়ান বিদ্রোহ করেছে সামরিক বাহিনী অভিযানে নামবে বলে। তো এরা পরিস্থিতি সেই পর্যায়ে যাওয়ার আগেই বিদ্রোহীদের দমন করলে তো নিশ্চিত থাকতো যে যেহেতু বিদ্রোহ দমন হয়েছে তাই সেনাবাহিনী আসবে না। কিন্তু তারা তা না করে যা করলো তার অর্থ কি এই দাড়ায় না যে যা করছিস চালায় যা, সেনাবাহিনীকে আমরা সামলাবো?
আপনার ৫০-৬০ জন জওয়ান বললো যে যারা বিদ্রোহে অংশ নিবে না তাদের গুলি করা হবে আর সাথে সাথে হাজার হাজার জওয়ান ভয়তে বিদ্রোহে অংশ নিলো? আপনার বাবার কাছে প্রশ্ন করেন উনি কি বলে শপথ নিয়েছিলেন। তো এই ঘটনায় কি শপথ ভংগ হয় নাই? তো শপথ ভংগকারী এইসব জওয়ানদের শাস্তি দেওয়া প্রহসন হয়েছে নাকি আপনার ৭৪ টি প্রানের চেয়ে শপথ ভংগকারীদের জন্য আফসোস প্রহসন হয়েছে? আপনি মানবেন না। কারন আপনি এখানে একটি পক্ষ। এইসব শপথভংগকারী তো অধিকতর শক্তিশালী শত্রু দেখে পালাবে। এদের দিয়ে আমাদের সীমান্ত প্রহরা দেওয়ানো আর শেয়ালের কাছে মুরগী হেফাজতে রাখা একই। বরং আমাদের দরকার বড়াইবাড়ীতে অংশ নেওয়া বীর জওয়ানদের যারা অধিকতর শক্তিশালী শত্রুকে চরম শিক্ষা দিয়েছে। পিলখানার এই কাপুরুষদের মত আচরন করেনি।
পিলখানায় ১০০০ পরিবার সরিয়ে নেওয়া হলে সেনাবাহিনী আরো আগে চলে আসতো। কারন কিছু ইনডিকেশন, লিফলেট পাওয়া যাচ্ছিলো যা থেকে পরিস্থিতি এত খারাপ হবে তা বোঝা যায় নাই। পুর্বপরিকল্পিত না হয়ে লিফলেট কি আসমান থেকে পড়েছে?
লাশ উদ্ধার হওয়ার আগে দেশবাসী, মিডিয়া বিডিআরের পক্ষে ছিলো মানে কি বুঝাতে চাইছেন তা নিজে কি ঠিকমত বুঝতে পেরেছেন। আপনি যদি বলতে চান বিদ্রোহ যৌক্তিক ছিলো আমিও তাহলে আপনাকে মনে করিয়ে দেই বাহিনীতে বিদ্রোহীদের কোন স্থান নেই।
আমি আমার পাড়ার অপরাধীর পাশে দাড়াই না। এত ছোট মানসিকতা আমার না।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @ইসপাত কঠিন আমি আমার পাড়ার অপরাধীর পাশে দাড়াই না। এত ছোট মানসিকতা আমার না।
ভাই আপনাকে আমি অপরাধীর পাশে দাঁড়াতে বলি নাই .........
আমি বলেছি যখন একটি এলাকা যখন আক্রান্ত হয় তখন সেই এলাকায় কে পক্ষে আছে কে বিপক্ষে আছে তা কিন্তু কেউ ভাবে না । সবাই জড়িয়ে যায়।
আনসার বিদ্রোহ যখন হয়েছিল অনেক নিরীহ আনসার মৃতু্্য হয়েছিল বিদ্রোহ দমনে সেট্াই কি আপনার কম্য ?
আর বিডিআর বিদ্রোহ কিন্তু ২০০৯ হয় নাই আগে ও হয়েছে মূল দাবি কি ছিল সেটা কি জানেনন?
আর্মি অফিসার চাই না আমাদের সরকার নিজস্ব অফিসার দিক না হলে বিসিএস এর মাধ্যমে পারমান্টে অফিসার দিক। তিন বছরের জন্য ভাড়া করা অফিসার চাই না। ( মূলত দাবি এটাই ছিল যা পরে মিডিয়া ও সরকার ডালভাতে নিয়ে গেছে)
ভাই প্রথমে ই যদি এই প্রবেশন আর্মি অফিসার নিয়োগ বন্ধ করত তাহলে ৫৪ জন সামরিক অফিসারে র মৃতু্য হত না ।
আর আমার বাবার ভূমিকা ??
Click This Link
পড়ুন তারপর আমার বাবার ভূমিকা কি ছিল জানতে পারবেন।
আর মনে দু:খ দিয়ে থাকলে আমি দুখিত
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: @ইসপাত কঠিন আমি আমার পাড়ার অপরাধীর পাশে দাড়াই না। এত ছোট মানসিকতা আমার না।
ভাই আপনাকে আমি অপরাধীর পাশে দাঁড়াতে বলি নাই .........
আমি বলেছি যখন একটি এলাকা যখন আক্রান্ত হয় তখন সেই এলাকায় কে পক্ষে আছে কে বিপক্ষে আছে তা কিন্তু কেউ ভাবে না । সবাই জড়িয়ে যায়।
আনসার বিদ্রোহ যখন হয়েছিল অনেক নিরীহ আনসার মৃতু্্য হয়েছিল বিদ্রোহ দমনে সেট্াই কি আপনার কম্য ?
আর বিডিআর বিদ্রোহ কিন্তু ২০০৯ হয় নাই আগে ও হয়েছে মূল দাবি কি ছিল সেটা কি জানেনন?
আর্মি অফিসার চাই না আমাদের সরকার নিজস্ব অফিসার দিক না হলে বিসিএস এর মাধ্যমে পারমান্টে অফিসার দিক। তিন বছরের জন্য ভাড়া করা অফিসার চাই না। ( মূলত দাবি এটাই ছিল যা পরে মিডিয়া ও সরকার ডালভাতে নিয়ে গেছে)
ভাই প্রথমে ই যদি এই প্রবেশন আর্মি অফিসার নিয়োগ বন্ধ করত তাহলে ৫৪ জন সামরিক অফিসারে র মৃতু্য হত না ।
আর আমার বাবার ভূমিকা ??
Click This Link
পড়ুন তারপর আমার বাবার ভূমিকা কি ছিল জানতে পারবেন।
আর মনে দু:খ দিয়ে থাকলে আমি দুখিত
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
বিকেল বলেছেন: ভাই BDR শহীদদের কথা স্বরন করলে তো কেউ আমাকে ্টাকা দেবে না কিম্বা মুন্নি সাহার এটিএন নিউজে কাভার পাবে না । তাই সবরন করব না ।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
ইসপাত কঠিন বলেছেন: মিঠুন ভাই, আপনার বাবার ভূমিকা নিয়ে কোন প্রশ্ন করবো না। একজন সন্তানকে তার বাবা নিয়ে অনাকাংক্ষিত কিছু বলার অধিকার কারো নেই। কারন সেই সন্তানের কাছে তিনি বাবা।
সেনাবাহিনীর অফিসার না দিলে তাদের অবস্থা কি হবে তা বলার অপেক্ষা রাখে না। সীমান্ত সুরক্ষার জন্য সামরিক অফিসারদের দ্বারা ভালো প্রশিক্ষন গুরুত্বপূর্ণ। তা সে কারো ভালো লাগুক বা না লাগুক। কারো ব্যাক্তি বা গোষ্ঠী স্বার্থ বড় না। দেশের নিরাপত্তা আগে।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
বলদ বাবা বলেছেন:
এখন বাংলা পরীক্ষা চলছে, বিঘ্ন ঘটাবেন না।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: সবাই ধিক্কার জানান আমি ও জানাই .......... যা হয়েছে খুবই খারাপ হয়েছে আমি ও শোকাহত কিন্তু তার পর যে অবিচার হয়েছে তা কি কাম্য ছিল?
কিন্তু আজ ৪ টি বছর ধরে ৭৪ টি প্রানের বদলে ৫০০০+ সৈনিক ও তাদের পরিবার যে নিদারুন কষ্ট এ আছে তার খবর কি কেউ রেখেছে???