![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বাড়িতে নেই কিছু, থাকার কথাও নয়, সরীসৃপ-খোলস আর সোঁদা মাটির গন্ধ জড়িয়ে পড়ে আছে শুধু অনুভব। নেবে কিছু?
মধ্যরাতে আমি নিজেকে বন্ধ্যাদ্বীপে আবিষ্কার করি
অবশ শরীরে দোল লাগে তারাদের পর্যাবৃত্ত কম্পনের।
চারিপাশের ঘন কালো অন্ধকার খুব যত্নে আগলে রাখছে আমায়,
সে শীতল ছোঁয়া যেন আমার পূর্বপরিচিত,
জাতিস্মর সত্তা ভাসিয়ে নিয়ে যায় সময়প্রবাহে,
অন্বেষণ করতে থাকি বিস্মৃতির কারন!
দূরে দিগন্ত এখনো অন্ধকার কেন
এখনো কি সময় হয় নি জেলেদের?
ওরা কি নেবে না আজ আমায় সঙ্গে করে?
ওরা কি ঘরেই থেকে যাবে,
তাই সূর্য উঠতে দেবে না ওরা?
তারাগুলো আড়ালে সমানে হেসে চলে
আর আমি তাকালেই চুপটি করে থাকে,
বোবা দর্শক ঘেরা চারিদিক
জোকার সেজে বসে রই,
মুহুর্তরা ফাকি দেয় না
সময়ের সুতো বুনে চলি।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৯
অনর্থদর্শী বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৯
SwornoLota বলেছেন: কী সুন্দর ছবিটা!