| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনর্থদর্শী
এ বাড়িতে নেই কিছু, থাকার কথাও নয়, সরীসৃপ-খোলস আর সোঁদা মাটির গন্ধ জড়িয়ে পড়ে আছে শুধু অনুভব। নেবে কিছু?

গিটারে বেজে ওঠে ফ্লয়েড,
এ মধ্যরাত।
আকাশে এদিক-ওদিক দল বেঁধে ছুটে বেড়াচ্ছে কক্ষ্যচ্যুত উল্কারা,
নীরবতার কুয়াশা ভাঙছে মহাজাগতিক কোনো শব্দ,
নক্ষত্রের ধর্ষিতা প্রস্তরগোলকদের চিৎকার যেন অনুরণিত হয়ে যাচ্ছে অন্ধকার মহাশুন্যে,
ধুমকেতুর উজ্জল চিৎকার পেরিয়ে,
গ্রহাণুপুঞ্জের ছায়াময় কলরব ছাড়িয়ে,
চলে যাচ্ছি নতুন কোনো ছায়াপথে-
অন্য পৃথিবীর সন্ধানে।
দূরতম গ্রহে নির্বাসিত তুমি
আজও কি আছো আমারই অপেক্ষায়।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:১০
অনর্থদর্শী বলেছেন: মার্জনা করবেন। ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখবো।
২|
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা ভালো লাগল। কিপ ইট আপ।
৩|
২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা ভালো লাগল। কিপ ইট আপ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: পরপর ২টি পোস্ট একই ব্লগারের দেখতে ভালো লাগে না !!!